Friday, December 6, 2024
- Advertisement -

Political News রাজনৈতিক তর্কা তর্কি থেকে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূলের এক জন কর্মী সমর্থক।

- Advertisement -

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের বড় উদয়পুর গ্রামের ঘটনা। পটাশপুর ২ব্লকের বড় উদয়পুর গ্রামের তৃণমূল কর্মি তপন প্রধান গুলি বৃদ্ধ হন। বাড়ির পাশে এক প্রতিবেশী সঞ্জীব নায়েক এর সঙ্গে তপন প্রধানের সাথে একটি চায়ের দোকানে দুজনের মধ্যে রাজনৈতিক কথা বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তর্কা তর্কির সাথে সাথে হাতাহাতি তে জড়িয়ে পড়ে তারা দুজন। সাথে সাথে সঞ্জীব নায়েক তার গাড়িতে থাকা রিভালবার দিয়ে তপন বাবুর কোমরের কাছে গুলি চালিয়ে দেয়। সঞ্জীব নায়েক কর্ম সুত্রে কোলকাতায় থালেও বড় উদয়পুর এলাকায় বি জে পি কর্মি সর্মথক নামে পরিচিতি।  সাথে সাথে তপন প্রধান কে তমলুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অপর সঞ্জীব কে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার স্থল থেকে পটাশপুর থানার পুলিশ একটি বন্ধুক উদ্ধার করেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভিতস্ত গোটা গ্রাম চলছে রাজনৈতিক চাপানোতর। Political News

Political News রাজনৈতিক তর্কা তর্কি থেকে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূলের এক জন কর্মী সমর্থক

আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ

পাত্রসায়র থানা প্রাঙ্গণে শিশুবান্ধব প্রেক্ষাগৃহ ও মহিলা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার

More News – দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা । সোনামুখী পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান ও সোনামুখী পৌর সভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মুখোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 13 নম্বর ওয়ার্ডের অমলনগর এলাকায় দলীয় কার্যালয় নতুন করে খুলে দিলেন। পাশাপাশি সুরজিৎ মুখোপাধ্যায় দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে একটি বৈঠক করলেন। আগামী দিনে নিজের ওয়ার্ডে কিভাবে জয় লাভ করা যায় তাই নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন তিনি। দীর্ঘ কয়েক মাস তিনি রাজনীতির বাইরে ছিলেন যার কারণে দলীয় কার্যালয় বন্ধ ছিল। যে কারণে তার অনুগামীরা কার্যালয়ে যান নি ফলে ফলে এক প্রকার বন্ধ ছিল দলীয় কার্যালয়টি। পুনরায় দল তাকে 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে এবং নতুন আঙ্গিকে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। এদিনের এই কর্মসূচিতে সুরজিৎ মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments