Monday, January 13, 2025
- Advertisement -

Private School থেকে নিখোঁজ হওয়া ছাত্রকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ।

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা, ২০ মে:- শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের যদুপুরে এক বেসরকারি স্কুল (Private School) থেকে নিখোঁজ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র। নাম বিশাল শেখ। তার বাড়ি পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায়। তার বাবার নাম হারুল শেখ। জানা যায়, গত ৫ দিন আগে ইংরেজ বাজারের যদুপুরে এক বেসরকারি স্কুলে থাকা-খাওয়া পড়ার জন্য টাকা নেওয়া হয়। শুক্রবার ক্লাসের সময় সেই ছাত্রকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কর্তব্যরত মাস্টাররা। জানানো হয় তার পরিবারকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে কৃষ্ণপল্লি সাবওয়ে গেট এলাকায় কেউ বা কারা সেই ছাত্রকে পেছন থেকে ধাওয়া করছে ঘটনা ট্রাফিক পুলিশ অমিত পোদ্দারের নজরে আসলে সঙ্গে সঙ্গে ছেলেটিকে আটকায় এবং যে ধাওয়া করছিল সেই লোকটি পালিয়ে যাই।

কৃষ্ণপল্লি ট্রাফিক অফিসে ছাত্রটিকে বসিয়ে রেখে পরিবারের লোকজনকে ডেকে ইংরেজ বাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পলিশ এসে ছাত্রটিকে থানায় নিয়ে যায়। পরের সমস্ত রকমের আইন মেনে পরিবারের হাতে তুলে দেয়া হয় ছাত্রটিকে। ছেলেকে পেয়ে তার বাবা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ধরনের ঘটনা কেন ঘটলো স্কুলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।

Private School থেকে নিখোঁজ হওয়া ছাত্রকে উদ্ধার করল ট্রাফিক পুলিশ।

MORE NEWS – Nadia Shantipur বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীরের একাধিক অংশ ঝলসে যায় এক শ্রমিকের।

Tv20 Bangla:- হাই ড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং এর তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে গেল এক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের (Nadia Shantipur) বড়বাজার রথ তলা এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল, আজও সকাল থেকেই চলছিল কাজ। হাইড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসে কাজ করতে, আজ হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং এর তারে পা লাগে ফটিক নামে এক শ্রমিকের। এর পরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই শ্রমিককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments