নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা, TV-20 বাংলা:- শনিবার সন্ধ্যায় রাবণ ছবির প্রমোশনে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম শিশিরকুঞ্জের স্ট্রার মলে এলেন বাংলা ছবির নায়ক নায়িকা জিৎ ও লহমা৷ বাংলার সুপার স্টার পছন্দের হিরো কে দেখতে শনিবার সন্ধ্যায় মানুষের ভির ছিলো চোখে পরার মত।বিশেষ করে তরুন তরুনীদের ভির ছিলো অনেকটাই বেশি।জিৎ তার ফ্যানদের উদ্দেশ্যে ছবির ডায়লগ থেকে ডান্স সবটাই করলেন শনিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম শিশিরকুঞ্জের স্টারমলে রাবণ ছবির প্রমোশনে৷ তবে ফ্যানদের ধরে রাখতে জিৎ এর নিরাপত্তা কর্মীদের রীতিমতো হিমশিম খেতে দেখা গেলো। বেশ কিছু মহিলারা একবার তাদের প্রিয় হিরোর সাথে হাত মেলাতে নিরাপত্তা রক্ষিদের তোয়াক্কা না করেই মঞ্চের সামনে ঝাপিয়ে পড়লো। শুধু জিৎ নয় সাথে ছবির নায়িকা লহমা উপস্থিত ছিলো। Raavan, Raavan
এই মুহর্তে রাবণ ছবির হিট ডায়লগ “রাবণ কোনদিন মরে না তবু্ও প্রতিবছর পোড়ানো হয়” ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মঞ্চে এমন ডায়লগ পরিবেশন করে ভক্তদের মন জয় করলেন বাংলা ছবির সুপারস্টার জিৎ। সবার মন জয় করে কিছু সময় কাটিয়ে রাবন ছবির জুটি চলে গেলেন, তবে যাওয়ার সময় ভক্তদের ভিরে কিছুটা সমস্যায় পরেতে হল ফের নিরাপত্তারক্ষিদের। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই এই স্টার মল, আর রাস্তার পাশেই মঞ্চে জিৎ ডান্স করছে তার নায়িকা কে সঙ্গে নিয়ে, মানুষের ভীড় হবে এটাই তো স্বাভাবিক, তেমনই ঘটনাও ঘটলো শনিবার সন্ধ্যায়, ৩৪ নম্বর জাতীয় সড়কেও কিছু সময় যানজট তৈরি হয় রাবণ ছবির প্রমোশনের কারণে।
Raavan রাবণ ছবির প্রমোশনে শিশিরকুঞ্জের স্ট্রার মলে এলেন, বাংলা ছবির নায়ক জিৎ ও নায়িকা লহমা৷
MORE NEWS – ফাঁকা বাড়ির সুযোগে দিনদুপুরে চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর হরিপুর গ্রামে।
পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- বাড়িতে না থাকার সুযোগে দিনদুপুরে চুরি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানার হরিপুর গ্রামে। প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ বাড়ির সদস্যদের।
বাড়ির সদস্যা চম্পা দে জানান একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন পরিবারের সকল সদস্যরা। তার এক ভাইপো বাড়ি ছিল। ভাইপো- র হোটল থাকায় বেলা ১১টা নাগাদ বাড়িতে তালা দিয়ে চলে যায়। CONTINUE READING