Friday, December 6, 2024
- Advertisement -

Saranga সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে অপুষ্টিজনিত শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টি প্রকল্প প্রদান।

- Advertisement -

স্বরূপ সনগিরি, বাঁকুড়া:- সারেঙ্গা (Saranga) ব্লক প্রশাসনের উদ্যোগে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সহযোগিতায় সারেঙ্গা ব্লক এলাকা 43 জন অপুষ্টিজনিত শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও পরিবারের হাতে পুষ্টি প্রকল্প প্যাকেট সাবান, হ্যান্ডওয়াশ খেজুর এবং চকোলেট বিতরণ করা হয়েছে সারেঙ্গা বিডিও অফিসের সোনার তরী সভাকক্ষে। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার, নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মদক্ষ্য, সারেঙ্গা ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক সহ অঙ্গনওয়াড়ি কর্মী বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিত্ব। এ ব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন ব্লক এলাকার অপুষ্টিজনিত শিশুদের চিহ্নিতকরণের কাজ চলছে দু মাস আগে 47 জন শিশু চিহ্নিত করে তাদের হাতে পুষ্টির প্যাকেট খুলে দেওয়া হয়েছিল।

এরপর এই মুহূর্তে আবার আমরা 43 জন শিশুকে চিহ্নিত করেছি তাদের পুষ্টি প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে তাই তাদের পরিবারের হাতে সাবান, হ্যান্ডওয়াশ খেজুর এবং চকোলেট উপস্থিত আধিকারিকদের মাধ্যমে তুলে দেওয়া হল। আগামী দিনে যাতে অপুষ্টিজনিত শিশু জন্ম গ্রহণের হার কমে তার জন্য গর্ভবতী মায়েদের পুষ্টি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের শিশুরা যাতে অপুষ্টিজনিত রোগে না ভুগে তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে।

Saranga সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে অপুষ্টিজনিত শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টি প্রকল্প প্রদান।

MORE NEWS – Sealdah Metro Station ৩১মে মঙ্গলবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো।

নিশীথ দাস,TV-20 বাংলা:- আগামী ৩১ মে মঙ্গলবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) খুলে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। কমিশনার অফ রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইতি মধ্যেই শিয়ালদহ স্টেশন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত কবে আসবে তা জানা যাচ্ছিল না। ১১ ই এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও নানা কারণে দিন পিছাতে থাকে। শেষ পর্যন্ত এই মাসের মধ্যেই বাধা কেটে যাবে বলে মনে করা হচ্ছে। আগামী ৩১ মে মঙ্গলবার শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। CONTINUE READING

Onda Thana বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানা আয়োজিত রক্তদান শিবির।

সড়ক দুর্ঘটনায় পা হারানো শিশু জান্নাতের পাশে পুনাক সভানেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments