নিশীথ দাস,TV-20 বাংলা:- আগামী ৩১ মে মঙ্গলবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) খুলে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। কমিশনার অফ রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইতি মধ্যেই শিয়ালদহ স্টেশন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত কবে আসবে তা জানা যাচ্ছিল না। ১১ ই এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও নানা কারণে দিন পিছাতে থাকে। শেষ পর্যন্ত এই মাসের মধ্যেই বাধা কেটে যাবে বলে মনে করা হচ্ছে। আগামী ৩১ মে মঙ্গলবার শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে কলকাতা মেট্রোর শুভ উদ্বোধন করা হচ্ছে। কলকাতার মেট্রো ডেপুটি জেনারেল জানিয়েছেন এখনো পর্যন্ত লিখিত কোনো নির্দেশিকা আসেনি। তবে আগামী ৩১ মে স্টেশনের উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো ট্রাক এবং স্টেশন নির্মাণের দায়িত্বে থাকা কে এম আর সি এল এর অধিকর্তারাও একই কথা জানিয়েছেন। শিয়ালদহ রেলস্টেশন থেকে ১৭ মিটার নিচে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে। আটটি সিড়ি, ১৮ টি এস্কেলেটর, ৫ টি লিফট এবং চারটি প্ল্যাটফর্ম রয়েছে এখানে। সেক্টর ফাইভ থেকে কুড়ি মিনিট পর পর এই লাইনে ট্রেন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
Sealdah Metro Station ৩১মে মঙ্গলবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো।
MORE NEWS – Harischandrapur Thana নিখোঁজ হওয়ার ১০ দিন পর অপহৃত ব্যক্তির দেহ উদ্ধার।
মালদাঃ- নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে হরিশ্চন্দ্রপুরের সামালার বিল থেকে অপহৃত ব্যক্তির দেহ উদ্ধার করলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harischandrapur Thana)। বুধবার সকালে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারি এলাকায়। উল্লেখ্য, এলাকা দখলকে ঘিরে কাতলামারি এলাকায় বাশির ও উনসাহাক গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। দুই গোষ্ঠীই আপাতত শাসকদলের ছত্র ছায়ায় রয়েছে। গত ১৪ মে রাত সাড়ে এগারোটা নাগাদ বাশির ও তার দলবলেরা আব্দুল বারিককে অপহরণ করে নিয়ে যায় বলে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তার স্ত্রী সায়েমা বিবি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে। পুলিশ জানায় ,নিহতের নাম আব্দুল বারিক! সে উনসাহাকের ভাইপো। আজ সকালে বাশিরের ছেলে সাদ্দামকে নিয়ে তল্লাশি চালিয়ে মাখনার জমি থেকে বারিকের গলাকাটা পচাগলা দেহ উদ্ধার হয়। CONTINUE READING