Saturday, December 7, 2024
- Advertisement -

Shantipur শান্তিপুর পৌরসভার উদ্যোগে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।

- Advertisement -

নদীয়া, মাধব দেবনাথ:- গত পয়লা বৈশাখ থেকে শান্তিপুরে নিষিদ্ধ করা হয়েছে ৭৫ মাইক্রোনের নিচে থাকা সমস্ত প্লাস্টিক জাতীয় দ্রব্য। বারংবার মাইকিং এবং সচেতনতা প্রচারের মাধ্যমে তার সাথে সাথে ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষের সাথে বারংবার আলোচনা করার পর সবাইকে অবগত করে দেওয়া হয় যে, পয়লা বৈশাখ থেকে শান্তিপুরের নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য। কিন্তু পৌরসভার নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিপুর জুড়ে চলছিল প্লাস্টিক জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার। এরকম খবর আসা মাত্রই শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক বিরোধী অভিযান চালায় শান্তিপুর পৌরসভা। অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর দীপঙ্কর সাহা, অরুণ বসাক সহ একাধিক পৌর আধিকারিক বৃন্দ। Shantipur, Shantipur, Shantipur

এদিন প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয় শান্তিপুর বড়বাজার ডাকঘর মোড় বাইগাছি পাড়া এবং শান্তিপুর রেল বাজারে। অভিযান চলাকালীন আটটি দোকান থেকে ৫০০ টাকা হিসেবে ৪০০০ টাকা ফাইন করা হয়। যারা প্লাস্টিক ব্যবহার করেছিলেন পৌরসভার পক্ষ থেকে আরো জানানো হয় এরপরেও যদি শান্তিপুরে প্লাস্টিকের ব্যবহার চলতে থাকে এবং যে সমস্ত মানুষ বা ব্যবসাদাররা এই প্লাস্টিকের ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। তবে শান্তিপুর গ্রীন সিটি করার লক্ষ্যে এবং প্লাস্টিক মুক্ত শান্তিপুর করার লক্ষ্যে পৌরসভার এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন শান্তিপুরের আপামর জনসাধারণ, এবং বিভিন্ন পরিবেশবান্ধব মানুষেরা।

Shantipur শান্তিপুর পৌরসভার উদ্যোগে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।

MORE NEWS – মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্দোগে।

কাজল মিত্র:- মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্দোগে । রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতে তীব্র তাপপ্রবাহে মাত্রা ছড়িয়েছে আসানসোলের কুলটিতে। যেখানে গত এক সপ্তাহ থেকে কুলটি শহরে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 44ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা। রাজ্যে প্রচন্ড দাবদাহ কে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি স্টেশন মোড়ে তৃণমূলে ছাত্র পরিষদের উদ্দোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS এবং গুড বাতাসর ব্যবস্থা করা হলো সধারন নিত্য পথযাত্রীদের জন্য। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments