Tv20 Bangla:- কলামণ্ডলম ও শ্রুতিবৃত্তর যৌথ উদ্যোগে এক অনুষ্ঠান পরিবেশিত হলো গুরু গোবিন্দন কুট্টি প্রেক্ষাগৃহে। গান, আবৃত্তি, নৃত্যের সমাহারে রঙিন এই বর্ষবরণ অনুষ্ঠানে সোমনাথ কুট্টি-র (Somnath Kutty) প্রথম কাব্যগ্রন্থ- “জীবনের নানা রং” প্রকাশ করলেন কিংবদন্তি নৃত্যগুরু থাঙ্কুমনি কুট্টি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, নীতা বিদ্যার্থী, তানিয়া দাস, শুভদীপ চক্রবর্তী প্রমুখ। আত্মবিশ্বাসী সোমনাথ সহজ সরল অনুভূতিগুলোকে তুলে ধরতে চেয়েছেন তাঁর কবিতাগুলির মধ্যে দিয়ে।
Somnath Kutty সোমনাথ কুট্টি-র প্রথম কাব্যগ্রন্থের প্রকাশ।
MORE NEWS – Harischandrapur ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম চালক সহ মোট পাঁচজন।
মালদা, ২৯ মে:- বিহার থেকে আধার কার্ডের ছবি তুলে বাড়ি ফেরার পথে ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম ভুটভুটি চালক সহ একই পরিবারের আরো চারজন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর শিমুল তলা এলাকায়।জখম হয়েছেন (Harischandrapur) হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা কুরবান আলী (৪০) তথা ভুটভুটি চালক ও তার স্ত্রী জুমবেস বিবি (৩০) এবং দুই নাবালিকা মেয়ে নাসরিন খাতুন (৮) ও রুমা খাতুন(৬) এবং এক নাবালক সন্তান জাবেদ আলী (২)। CONTINUE READING
MORE NEWS – Swami Vivekananda দুবরাজপুরের স্বামী বিবেকানন্দ মেলার উদ্বোধন।
বীরভূম, সেখ ওলি মহম্মদ,Tv20 Bangla:- মেলার আক্ষরিক অর্থ হল মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। কোনো বিশেষ উপলক্ষে হরেক রকম নিত্য প্রয়োজনীয় বা শখের সামগ্রীর পসরা মেলে দোকানীরা যেখানে বসে, ছেলে থেকে বয়স্ক সবাই যেখানে গিয়ে বিনোদনমূলক কেনাকাটা ও খাওয়া-দাওয়া করে, ঘুরে বেড়ায়, তাকেই আমরা এক কথায় মেলা বলে থাকি। কিন্তু বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর জন্য ভারতবর্ষে বিভিন্ন মেলা বন্ধ রাখা হয়েছিল। তাই করোনা অতিমারীর গ্রাফ নামতেই পুরনো ছন্দে ফিরছে মেলা উদ্যোক্তারা। CONTINUE READING
Gyan prakash Ghosh সুরনন্দন ভারতীর উদ্যোগে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এর ১০৯ তম জন্মবার্ষিকী উদযাপন।
Bhikhahar Bridasshram গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক, জন্মদিন একটু অন্য ভাবে পালন করলেন।
Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।