বীরভূম, সেখ ওলি মহম্মদ,Tv20 Bangla:- মেলার আক্ষরিক অর্থ হল মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। কোনো বিশেষ উপলক্ষে হরেক রকম নিত্য প্রয়োজনীয় বা শখের সামগ্রীর পসরা মেলে দোকানীরা যেখানে বসে, ছেলে থেকে বয়স্ক সবাই যেখানে গিয়ে বিনোদনমূলক কেনাকাটা ও খাওয়া-দাওয়া করে, ঘুরে বেড়ায়, তাকেই আমরা এক কথায় মেলা বলে থাকি। কিন্তু বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর জন্য ভারতবর্ষে বিভিন্ন মেলা বন্ধ রাখা হয়েছিল। তাই করোনা অতিমারীর গ্রাফ নামতেই পুরনো ছন্দে ফিরছে মেলা উদ্যোক্তারা। তাই গতকাল শনিবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের সারদা ময়দানে এম.এ.ডি ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) মেলার উদ্বোধন করা হল। এদিন এই মেলার উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে ও দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।
তাঁরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, এমএডি ট্রাস্টের কর্ণধার এম.এস খান, কাউন্সিলার বনমালী ঘোষ, সাগর কুন্ডু, দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাশিষ চট্টরাজ সহ অন্যান্যরা। এম.এ. ডি ট্রাস্টের কর্ণধার এম.এস. খান জানান, এই মেলা করার জন্য দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ এবং ডি.এস.এ ক্লাবের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই মেলা চলবে ১৫ দিন ধরে অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত।
Swami Vivekananda দুবরাজপুরের স্বামী বিবেকানন্দ মেলার উদ্বোধন।
MORE NEWS – BREAKING NEWS চাঁচলে আবার ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার! চাঞ্চল্য এলাকায়।
মালদা, বিশ্বজিৎ মন্ডল, BREAKING NEWS:- বাড়ির গোয়াল ঘরের পেছনে রাখা ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় রবিবার সাতসকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতি টের পেতে গা ঢাকা দিয়েছে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলীর গোয়াল ঘর থেকে রবিবার সকালে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মমতাজ আলীর জামাই মহিদূর ইসলাম রানীপুর গ্ৰামে অর্থাৎ শশুর মমতাজ আলীর বাড়িতে থাকতেন। CONTINUE READING
Disham Adibasi Gaonta দিশম আদিবাসী গাঁওতা পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো।
Google গুগোলে দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি মৈত্র।