Monday, January 13, 2025
- Advertisement -

The foundation stone 2020 সাথেই অক্টোবর রাস্তার শিলার নাস করা হলো, তবে আর রাস্তা হলো না।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:- ময়নাগুড়ি, মঙ্গলবার, দুই হাজার কুড়ি সালে সাতেই অক্টোবর রাস্তার শিলার নাস (The foundation stone) করা হলো, তবে আর রাস্তা হলো না। ময়নাগুড়ি ব্লকের রাজারহাট থেকে বাখালি যাওয়ার রাস্তা পাঁচটি গ্রাম ও একটি অঞ্চল দক্ষিণ পুটিমারি একটাই মাত্র রাস্তা যা বেহাল অবস্থা, স্থানীয়দের দাবি আমরা দীর্ঘদিন ধরেই এই রাস্তার জন্য অনেকবার পঞ্চায়েত প্রধান কে বলেছি তবুও কোন সুরাহা মিলেনি। এই এলাকার প্রত্যেকটি মানুষ এই রাস্তা দিয়ে কাঁচামাল সবজি বাজার হাটে বিক্রি করতে যায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, তাদের দাবি অসুস্থ রোগী যদি সেই রাস্তা দিয়ে আনতে হয় আদিম যুগের মতো করে ঘাড়ে করে নিয়ে আসতে হয়। কি বলছেন ওই এলাকার পঞ্চায়েত আমাদের প্রতিনিধিকে কনক অধিকারী কে শুনে নেব।

The foundation stone 2020 সাথেই অক্টোবর রাস্তার শিলার নাস করা হলো, তবে আর রাস্তা হলো না।

MORE NEWS – Kamtapur people’s party কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ মিছিল।

ময়নাগুড়ি, কনক অধিকারী:- 12 মে কামতাপুর পিপলস পার্টি (Kamtapur people’s party) পথ অবরোধ করতে গিয়ে হেনস্তার শিকার হলেন আজ তারই বিক্ষোভ মিছিল। ময়নাগুড়ি, মঙ্গলবার আজ কামতাপুর পিপলস পার্টি ও আকসু প্রত্যেকটি ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল করবেন, তার সাথে গন ডেপুটেশন দেওয়া হবে। গত 12 মে বৃহস্পতিবার 1 ঘন্টা পথ অবরোধ করার কথা ছিল, তার 30 মিনিট হতে না হতেই মালদা গজল থানার পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। কামতাপুর পিপলস পার্টি (Kamtapur people’s party) দলের সেক্রেটারি, সুভাষ বর্মন, ও দলের প্রত্যেক কর্মীকে হেনস্থা করেন। তার সাথে, মাথাভাঙ্গা, দার্জিলিং, কোচবিহার পঞ্চানন মোড়, হেনস্থা করা হয়, দার্জিলিং নকশালবাড়ি, 17 জনকে হেনস্থা করা হয়। কামতাপুর পিপলস পার্টি তোথা আকসুর সুপ্রিমো নিখিল রায় এর নেতৃত্বে আজ প্রত্যেকটি জেলা, CONTINUE READING

Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।

TMC তৃনমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অপহৃত এক তৃণমূলকর্মী, অপহরণ তদন্তে নেমেছে পুলিশ।

Baba Kalanjoy বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি।

Akhil bharatiya adivasi vikas Parishadএর ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments