নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা,TV-20 বাংলা:- উত্তর ২৪ পরগনা খড়দহ থানার অন্তর্গত টিটাগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের হেলা পট্টী এলাকায় একটি ভগ্ন শীতলা মন্দিরের ধংসাবশেষ সড়াতে গিয়ে লুকানো বোমা বিস্ফোরণে জখম এক বৃদ্ধ। আহত বৃদ্ধকে বারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধের নাম তিলক ধারী প্রসাদ। ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে আরও বেশ কয়েকটি বোমা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌছেছে খড়দহ থানার পুলিশ। কে বা কারা এরকম জনবহুল এলাকায় বোমা লুকিয়ে রেখে গেল তা নিয়ে ধন্দে খড়দহ থানার পুলিশ। তিলক ধারী প্রসাদের পরিবারের লোকজন এই ঘটনায় খুবই আতঙ্কিত। এই ঘটনা নিয়ে পরিবার প্রশ্ন তোলে, আমাদের মন্দির সংস্কার কাজ করছিলেন বেশ কয়েকদিন ধরে। কই এই ক’দিন কিছু হয়নি আজ হঠাৎ এই বোমা এলো কোথা থেকে? দেখে মনে হচ্ছে এখানে বোমার আড়ৎ আছে, এক দুটো বোমা নয় একাধিক বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঘটনাস্থলে।
Titagarh টিটাগর এ একটি ভগ্ন শীতলা মন্দিরে ধংসাবশেষ সড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক বৃদ্ধ।
MORE NEWS – তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ জনজীবন উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করলো শিক্ষা সংসদ।
নিশীথ দাস,TV-20 বাংলা:- বৈশাখের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যবাসী। প্রখর তাপে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে রাজ্যে। তাপমাত্রার পারদ ৪০/৪১ ডিগ্রির ছুঁই ছুঁই। শেষ একমাসে ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি রাজ্যের বেশির ভাগ জেলায়। সবথেকে খারাপ পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। এমতাবস্থায় লক্ষ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে কীভাবে পড়ুয়াদের সুস্থ রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা সম্ভব, তা নিয়ে স্কুল শিক্ষা সচিব নবান্নে একটি বৈঠক করেন। সেই ভিতিতেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের সর্তক করে চিঠি দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সোমবার। CONTINUE READING
বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে উস্থি হাই স্কুল প্রাঙ্গণে সম্প্রীতির ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।
Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।
Birbhum বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।