Friday, December 6, 2024
- Advertisement -

Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও করোনা মহামারী কাটিয়ে উঠে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক হরিণ ডাঙ্গা অঞ্চলের অন্তর্গত রামগবিন্দ পুর আঞ্জুমান সমিতির পরিচালনায় বাংলার জনপ্রিয় নক আউট ধাপাস বল প্রতিযোগিতায় (Tournament) ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। আর তার পাশাপাশি সেই খেলা উপলক্ষে শতাধিক দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: হা: ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, হরিণ ডাঙ্গা অঞ্চলের উপপ্রধান মিজানুর শাহ, ডা:হা: টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, বিশিষ্ঠ সমাজসেবী ড: ইয়ার নবী গায়েন,

যুব নেতা খায়রুল ইসলাম সহ আঞ্জুমান সমিতির সভাপতি ও এলাকার বিশিষ্ঠ অন্যান্য ব্যক্তিরা। যুব সভাপতি গৌতম অধিকারী বলেন প্রায় শতাধিক দরিদ্র গ্রামবাসীকে বস্তু সামগ্রী দান করা হয়। প্রতিবছর এই অনুষ্ঠানটি করে থাকেন এই আঞ্জুমান সমিতির পরিচালনায়। দরিদ্র মানুষ এই সমস্ত বস্ত্র সামগ্রী পেয়ে খুবই খুশি হলেন বলে জানান। এবং সবাই সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে একের পর এক দান সামগ্রী নিয়ে যে যার বাড়ি ফিরে গেলেন। এই দান সামগ্রিক সামনে বছর নেওয়ার অপেক্ষায় সবাই রইলেন।

Tournament রামগবিন্দপুরে ধাপাস বল প্রতিযোগিতায় ফাইনাল খেলা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

MORE NEWS – Baba Kalanjoy বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের:- বাবা কালঞ্জয় (Baba Kalanjoy) এর গাজন উৎসব উপলক্ষে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিনের ” জলছত্ ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার ছিল তার শেষ দিন। দলের পক্ষ থেকে গাজন উৎসবে আগত সকল দর্শনার্থীদের জন্য ছোলা, বাতাসা, নকুল দানা ও জলের ব্যাবস্থা করা হয়। এদিনের জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা সংখ্যালঘু সেলের নেতৃত্ব সেখ আজফার হোসেন (পান্না) গোপাল দে, বচ্চন সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব। দিলীপ বাবু বলেন, বাবা কালঞ্জয় (Baba Kalanjoy) -এর এই গাজন উৎসব কে কেন্দ্র করে মেতে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে পাত্রসায়ের ব্লকের বিভিন্ন এলাকার কয়েক লক্ষ মানুষ। CONTINUE READING

Congress committee নদীয়ার নাকাশিপাড়া ব্লকে ধর্মদা অঞ্চল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা।

ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কর্মাধক্ষ্য মর্জিনা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments