Wednesday, December 4, 2024
- Advertisement -

TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

- Advertisement -

বাঁকুড়া:- TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। TV 20 বাংলা খবরের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সংসারে তাদের নিত্য অভাব। রোজই প্রায় নুন আনতে পান্তা ফুরায়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক চিলতে মাথাগোঁজার ঠাঁই রয়েছে পিন্টু কেওরার। সেটিও প্রায় ভেঙে পড়ার উপক্রম। এরমধ্যে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি। মেয়ের হার্ট ফুটো। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে ছোট্ট শিশুটির। রাজোনার হার্ট অপারেশন করতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবুরা। তার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। কোথায় পাবেন সেই টাকা? তাই চিন্তায় ঘুম ছুটেছে কেওরা পরিবারের। আমাদের চ্যানেলে খবর প্রকাশিত হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। এদিন তিনি ওই পরিবারের বাড়িতে যান দেখা করেন সকল সদস্যদের সঙ্গে।

চার মাসের শিশুকন্যাটিকে কোলে তুলে নেন তিনি এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় নিয়ে এসে ওই শিশুটিকে দ্রুত কিভাবে সুস্থ করে তোলা যায় তার সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আগামী দিনে ওই পরিবারের পাশে সর্বদা থাকার বার্তা দেন ব্লক সভাপতি। এই রকম পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বদের পাশে পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন কেওড়া দম্পতি। দম্পতি জানান, যেভাবে আমাদের পাশে তৃণমূল নেতৃত্ব এসে দাঁড়িয়েছে এতে আমরা অত্যন্ত খুশি। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আমরা এই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামীদিনেও সর্বদা তাদের পাশে থাকবো। কিভাবে শিশুটিকে দ্রুত সুস্থ করে তোলা যায় তার সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

MORE NEWS – খুব সহজে জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন,আর পান স্বাস্থ্যকর জল।

Tv20 Bangla:- খুব সহজে জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন। আর পান স্বাস্থ্যকর জল। আপনাদের সামনে তুলে ধরব জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সহজ টিপস। মূল পদ্ধতিতে যাওয়ার আগে শুরুতেই জানিয়ে রাখি জলের ট্যাঙ্ক পরিষ্কারের পুরো প্রসেসে খেয়াল রাখবেন যেন কোনভাবেই এর ময়লা বা কেমিক্যাল মিশ্রিত জল কোন গাছপালা, অন্য কোন জলের উৎস, মানুষ, প্রাণীর সংস্পর্শে না আসে। এমনকি ট্যাঙ্ক পরিষ্কার করাও যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ।CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments