নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : W B M L A W B সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক । যেখানে রয়েছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি , ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা , ইন্দাস বিধানসভার বি জে পি বিধায়ক নির্মল ধারা , বাঁকুড়া বিধানসভার বি জে পির বিধায়ক নীলাদ্রি শেখর দানা । আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা প্রসঙ্গত গতকাল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বি জে পির সভাপতি পদে রদ বদল হয় তার পরেই বি জে পির বিধায়ক দের গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া রীতিমতো রাজনৈতিক মহলে জল্পনার জন্ম দেয় ।
এবিষয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন , রাজ্য জুড়ে বি জে পির যেভাবে ভাঙ্গন অব্যাহত বাঁকুড়ার ক্ষেত্রেও আমরা তা লক্ষ্য করছি । বিভিন্ন এম এল এ ও নেতা নেত্রীরা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে ।
WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক
অবেদনের কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেল জাতিগত শংসাপত্র শতাধিক আবেদনকারী, নজির করল প্রশাসন
চাঁদা তুলে রাস্তা সংস্কার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র , বিধানসভায় শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আরও খবর- বড়দিনের আনন্দে মেতে উঠল নিমতৌড়ি হোমের আবাসিকারা
নিজস্ব প্রতিনিধি, তমলুক : রাত পোহালেই বড়দিন পঁচিশে ডিসেম্বর বিশ্বের মানুষের কাছে এই দিনটির তাৎপর্য বিভিন্ন ভাবে তাই বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এই দিনটি পালন করা হয়। 25 শে ডিসেম্বর বড়দিনে আনন্দের আমেজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে নানান নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা স্বাস্থ্য বিধি শিথিল হয়েছে আমাদের রাজ্যে । রাজ্যের সর্বত্র বড় দিনের আমেজের অনুভূতি তাই আরো বেশি মাত্রা পেয়েছে। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোমের প্রায় দেড়শ জন আবাসিক ও কর্মীরা বড়দিনের খুশির আনন্দে মেতে উঠলো। Continue Reading