Friday, December 6, 2024
- Advertisement -

WB MP Exam মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ, কলম, জলের বোতল প্রদান

- Advertisement -

TV 20 BANGLA – বীরভূম – সেখ ওলি মহম্মদ-এর রিপোর্ট- কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বীরভূম জেলার দুবরাজপুর R B S D হাই স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের চারা গাছ, কলম দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরীক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। এই পরীক্ষা কেন্দ্রে মোট ২১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নব নির্বাচিত কাউন্সিলার ভাস্কর রুজের উদ্যোগে দুবরাজপুর RBSD হাই স্কুলে পরীক্ষার্থীদের জলের বোতল এবং মাস্ক দেওয়া হয়। WB MP Exam

উল্লেখ্য, দুবরাজপুরে মোট ৬ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। মেন পরীক্ষা কেন্দ্র করা হয়েছে দুবরাজপুর R B S D হাই স্কুলে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ২১৬ জন। বাকী ৫ টি সেন্টার করা হয়েছে। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে ৩৩৩ জন, সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স স্কুলে ২৮২, তপন বসু বিদ্যা নিকেতনে ১৯৮, চিনপাই হাই স্কুলে ৭৮, বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষার্থী ১৩২৯ জন।

WB MP Exam মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ, কলম, জলের বোতল প্রদান

জনমত গঠনে সমাজ সচেতনার প্রসারে বর্তমান যুগের সংবাদমাধ্যম ও সংবাদপত্রের গুরুত্ব

শেষমেশ বন্ধই হয়েগেল ঈশ্বরচন্দ্রের জন্মভিটে বীরসিংহের বিদ্যাসাগর মেলা

More News- পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ

বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা স্কুলের ছাত্রী রুনি খাতুন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর সেন্টার পড়েছে রামপুরহাট শরদিন্দু বিদ্যায়তনে। কিন্তু তার ডান হাতে কিছুদিন আগে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গিয়ে প্রায় দশটির বেশি সেলাই রয়েছে। এবারে সে পরীক্ষা দিতে পারবে কিনা সে নিয়ে সংশয় ছিল। আজ পরীক্ষার দিন সে ও তার অভিভাবক কুসুম্বা স্কুলে পৌঁছায় এবং পরীক্ষার জন্য বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের বলেন । কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে সেন্টারে পৌঁছাতে বলে। সেই মুহূর্তে তার সেন্টারে পৌঁছানো সময় সাপেক্ষ ছিল। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার সাব-ইন্সপেক্টর রমেশ সাহা ঘটনার খবর জানতে পারেন এবং তড়িঘড়ি মেয়েটিকে পুলিশের গাড়িতে করে রামপুরহাটের শরদিন্দু বিদ্যায়তন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশ তাকে গাড়িতে করে না নিয়ে এলে পরীক্ষার সময় পেরিয়ে যেত এবং সে হয়তো পরীক্ষায় বসতে পারত না। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments