মুকিতুর রহমানঃ- করোনা মহামারির প্রভাবে গত আড়াই বছর ধরে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতায় তীব্র হয়েছে ধনী-গরিব বৈষম্য (World Inequality)। বিশ্বে প্রতি ৩০ ঘণ্টায় সৃষ্টি হচ্ছে একজন নতুন বিলিয়নিয়ার। আবার মূল্যস্ফীতি ও আয় কমায় দৈনিক গড়ে সাত লাখ মানুষ চলে যাচ্ছে দারিদ্র্যসীমার নিচে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছে অক্সফাম। বিশ্বজুড়ে ধনী ও গরিবের মধ্যে অসমতা বেড়েই চলেছে। করোনা মহামারির প্রভাবে ব্যাপক মূল্যস্ফীতির মাঝেই প্রতি ৩০ ঘণ্টায় একজন করে নতুন শতকোটি ডলারের মালিক বা বিলিয়নিয়ার তৈরি হয়েছে। ফোর্বস সাময়িকীর তালিকা ও বিশ্বব্যাংকের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তির দাতব্য সংস্থা অক্সফাম। অক্সফাম বলছে, করোনাকালে বিশ্বে নতুন করে ৫৭৩ জন ব্যক্তি শতকোটিপতি বা বিলিয়নিয়ার হয়েছেন।
অর্থাৎ মহামারি, লকডাউন এবং খাদ্য-জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য সংকট হলেও, তাদের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অসহনীয় পরিস্থিতিতে পড়েছে বিপুলসংখ্যক মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আয় কমায় চলতি বছর নতুন করে ২৬ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে যাবে বলে ধারণা অক্সফামের। অর্থাৎ প্রতি ৩৩ ঘণ্টায় গড়ে ১০ লাখ মানুষ চরম দরিদ্র হবে। এ পরিস্থিতিতে হঠাৎ বিত্তবান হওয়াদের ওপর ‘সম্পদ কর’ আরোপের আহ্বান জানিয়েছে অক্সফাম। কোটিপতিদের সম্পদের ওপর বার্ষিক ২ শতাংশ ও শতকোটিপতিদের সম্পদের ওপর বার্ষিক ৫ শতাংশ করারোপ হলে বছরে প্রাড় আড়াই ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ করা যাবে, বলছে সংস্থাটি।
World Inequality বিশ্বজুড়ে ধনী ও গরিবের মধ্যে অসমতা বেড়েই চলেছে।
Bangladesh Bank রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক।
Bholagiri Ashram বন্যায় প্লাবিত জমা জলে রাঙ্গিরখাড়ী ভোলাগিরি আশ্রম ও আশ্রম রোড জলমগ্ন।
Krishnonagar কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় আয়োজন স্বেচ্ছায় রক্ত দান শিবির।
BJP বিজেপির নতুন সম্পাদক মন্ডল নিয়ে ক্ষোভ, পদ থেকে পদত্যাগ একাধিক নেতার।
মূল্যস্ফীতির কারণে বিপাকে থাকা দরিদ্রদের সহায়তা এবং টেকসই পুনঃর্গঠন কার্যক্রমে এই তহবিল কাজে লাগানোর প্রস্তাব তাদের। এ ছাড়াও বড় করপোরেশনর মুনাফার ওপর অস্থায়ী ভিত্তিতে অতিরিক্ত কর আরোপের দাবি করেছে অক্সফাম। ধনীদের কাছে থেকে কর নিয়ে দারিদ্র্য দূরীকরণ, পর্যাপ্ত টিকা তৈরি ও বিভিন্ন দেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।