নারায়ণ সরকার, মালদা, ১০ মে:- মঙ্গলবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা ফুটপাতের ওপর জবরদখল হয়ে থাকা দোকান এবং পণ্যবাহী লরি অবৈধ পার্কিং সরাতে অভিযান চালাল মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা। উল্লেখ্য, মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় হইতে নলডুপি এলাকা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হত ফলে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের। সুধু তাই নয় ব্যাপক যানজটের ফলে এম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী বাসকে যানজটের সম্মুক্ষিন হতে হত। অবশেষে বাধ্য হয়ে অভিযানে নামতে হল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানার পুলিশ প্রশাসনকে। এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ বাহিনীকে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। শুধু তাই নয় এদিন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি আটক করা হয় অভিযানের মধ্যে দিয়ে এবং আগামী দিনে যাতে পুনরায় গাড়ি রাখা হলে বড় পরিমাণের ফাইন দিতে হবে এবং গাড়িও আটক করা হবে জানিয়ে দেন পুলিশ আধিকারিক আইসি হীরক বিশ্বাস।
অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।
MORE NEWS – কাঁঠালের বীজ সংরক্ষণ।
Tv20 Bangla:- কাঁঠাল খেতে হয়তো অনেকেই ভালোবাসেন। কাঁঠালের সাথেও খেতে ভালোবাসেন কাঁঠালের বীজ।এই ফলটি কেবলমাত্র গরমকালেই পাওয়া যায়। কিন্তু আপনি চাইলেই এর বীজ সংরক্ষণ করে রেখে খেতে পারেন সারাবছর।কি করে রাখবেন এর বীজ সংরক্ষণ করে জেনে নিন আমাদের কাছে–১. কাঁঠাল খাওয়ার পর বীজ না ধুয়ে পলিথিনে মুড়িয়ে এমনিতেই রেখে দিন। এভাবে ভালো থাকবে প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত। ২. এছাড়াও আপনি কাঁঠাল খাওয়ার পর বীজ গুলো না ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর একটি মাটির হাঁড়িতে বালির সঙ্গে মিশিয়ে মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ৩. বীজ কুচি করে বা প্রয়োজন মতো টুকরা করে সিদ্ধ করে নিন। এবার এয়ারটাইট বক্সে বা পলিথিনে করে ডিপ, CONTINUE READING
TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।