নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- অভিনব কায়দায় প্রতারণা করায় দুই প্রতারক কে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ,
শুক্রবার ধৃত দুজনকে বারাসাত আদালতে তোলা হয়। উত্তর ২৪ পরগনা বারাসাত শহরে বেশ কিছুদিন ধরে ৪ জনের একটি চক্র বিভিন্ন মানুষের সাথে নানান অজুহাতে প্রতারণা করে চলেছে, এমনটাই অভিযোগ হয় বারাসাত থানায়। পুলিশ সুত্রে জানা যায়, এরা টোটো নিয়ে বারাসাতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, এবং কিছু টাকা তাদের সাথে থাকে, যেই টাকার বান্ডিলে উপরে ও নিচেয় টাকা থাকে, আর বাদবাকি জাল টাকা থাকে। রাস্তায় বয়স্ক মহিলাদের দেখে বলে এই টাকা তার কি না? কেউ জানায় তার না আবার কেউ টাকার লোভে বলে তার।
তখন ওই মহিলা কে টোটো বসিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার কাছ থেকে সোনাদানা টাকা পয়সা সর্বস্ব ছিনতাই করে নিতে চম্পট দেয়। এমন অভিযোগ বারাসাত থানায় ছিলো আগে থেকেই, পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার নিউ ব্যারাকপুর এলাকা থেকে প্রিয়লাল আচার্য ত্রিনাথ কীর্তনীয়া নামে দুজনকে গ্রেপ্তার করে, দুজনের বয়স আনুমানিক ৬০ ও ৬৩। এদের গ্রুপে আরও দুজন আছে যাদেরকে এখনো পুলিশ ধরতে পারেনি, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত দুজনকে শুক্রবার বারাসত আদালতে পেশ করা হয়।
অভিনব কায়দায় দুই প্রতারক কে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ।
MORE NEWS – নিম্নমানের খাবার ও অনিয়মের অভিযোগ তুলে খালি থালা ও বাটি নিয়ে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর বিরুদ্ধে।
মালদা, বিশ্বজিৎ মন্ডল:- অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম ও শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ অঙ্গনওয়াড়ি সেন্টারে খালি বাটি ও থালা নিয়ে বিক্ষোভ দেখালেন শিশুর অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর পূর্ব পাড়ায়। অভিযোগ উঠেছে ওই সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী চৌধুরীর বিরুদ্ধে। যদিও অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শিশুর মায়েদের অভিযোগ, অসুস্থতার অজুহাত দেখিয়ে গত চারদিন ধরে ওই কর্মী সেন্টারে আসছেন না। প্রসূতি মা ও শিশুরা সেন্টার থেকে খালি হাতে ঘুরে যাচ্ছে। সরকারি তালিকায় প্রতিদিন ডিম দেওয়ার কথা থাকলেও তা দেয় না বলে অভিযোগ। ডিম চাইতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ ও সেন্টার থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। CONTINUE READING