যুবরাজ ত্রিবেদী, কালিয়াচক, মালদা :- শীতের তীব্রতা বেড়ে চলেছে আর মালদা জেলার কালিয়াচকের একদল ছাত্র অসহায় মানুষের পাশে ক্রমাগত সাহায্যের হাত বাড়িয়ে চলেছে বিভিন্ন এলাকা জুড়ে। হাড় কাপানো জেঁকে বসেছে অসহায় মানুষের গাঁয়ে। কনকনে শীতে সবচেয়ে বেশি অসুবিধায় হয় অসহায় লোকদের আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে কলিয়াচকের “ছাত্র সমাজ” এক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়ালো। জীবনের মূল অর্থই হলো নিজের হৃদয়কে উদার করে দিয়ে মানবতার সেবা করা, তাই আজ ছাত্র সমাজের উদ্যোগে জেলার কালিয়াচক টাউন লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়ে গেল শীতবস্ত্র দানের। শতাধিক অসহায় লোকদের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হলো। বিভিন্ন সামাজিক কাজের জন্য সমাজের বিভিন্ন মানুষের কাছে সাহায্য নিয়েই বরাবরই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায় তারা। তাই মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শীতার্ত মানুষের
মালদা থেকে যুবরাজ ত্রিবেদী রিপোর্ট টিভি20 বাংলা।
অসহায় শীতার্ত মানুষের পাশে একদল ছাত্ররা
আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ
দিনভর জনসংযোগ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
ইংরেজ বাজার পৌরসভার নির্বাচন নিয়ে রণকৌশল নেই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
আমড়া বাজারে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিলি
More News- দুস্থদের কম্বল ও খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে ‘সেবা সপ্তাহ’ পালন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের
সৈকত মাইতি: পূর্ব মেদিনীপুর :- সারা সপ্তাহ জুড়ে সেবা। কোন দিন স্বাস্থ্য শিবির তো কোন দিন দুস্থদের মাঝে কম্বল বিতরণ। কখনো আবার ভবঘুরে মানুষদের পুষ্টিকর খাদ্য, শীত বস্ত্র, রোগীদের ফল-মিষ্টি বিতরন। বছর ভর এমনি কর্মসূচি করে চলছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বিমানবন্দর লাগোয়া নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা পূজনীয় শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ। তার ৪৯তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে সেবা সপ্তাহ উদযাপন করে চলছে ঐ সংস্থা। আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। Continue Reading