নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- আগরপাড়া স্টেশন হকার উচ্ছেদের নোটিশ পড়ল তারই প্রতিবাদে আজ শনিবার আইএনটিটিইউসি পক্ষ থেকে আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল৷ এই বিক্ষোভ কর্মসূচিতে ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সমস্ত স্টেশন থেকে হকাররা আগরপাড়া স্টেশন এসে সমবেত হয় এবং বিক্ষোভ চলে তারপরে হকাররা আগরপাড়া স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে মিছিল করে ৪নম্বর প্লাটফর্ম হয়ে আবার ১ নম্বর প্লাটফর্মে এসে মিছিল শেষ করে এবং সেই মিছিল শেষে হকার ইউনিয়নের নেতৃত্বরা রেলের কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে আরপিএফ এবং রেলের কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনায় হকারদের একটাই কথা হকারদের উচ্ছেদ করা যাবে না আগে তাদের বিকল্প ব্যবস্থা করে পরে তাদেরকে উচ্ছেদ করতে হবে এই হকাররা বিভিন্ন প্লাটফর্মে রেলযাত্রীদের সুরক্ষা দেয় এবং রেলযাত্রীদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে, রেলযাত্রীদের পাশে প্রথম থেকে শেষ অব্দি এই রেল হকাররাই পাশে দাঁড়ায়। রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে জানালেন গৌড় অধিকারী। আগরপাড়া স্টেশনের, আগরপাড়া স্টেশনের
আগরপাড়া স্টেশনের হকার উচ্ছেদ করা নিয়ে আইএন টিটিইউসি’র বিক্ষোভ৷
MORE NEWS – ১৫ লক্ষ টাকা বরাদ্দে কুশিদায় ঢালাই রাস্তার কাজ শুরু, খুশি এলাকায়।
মালদা,বিশ্বজিৎ মন্ডল:- দীর্ঘ অপেক্ষার পর বাংলা সড়ক যোজনা স্কিমের আওতাধীন প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে শুক্রবার ফিতা কেটে ২০০ মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন ও উপপ্রধান তথা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম। উপ প্রধান মহম্মদ নুর আজম জানান তুলসীহাটা মস্তান রোড থেকে কুশিদা বাজার পর্যন্ত ইতিমধ্যে ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছে। কুশিদা কৈলাশ নাথ আগরওয়াল এর বাড়ি থেকে বিহার বোর্ডার সংলগ্ন কুশিদা বাঁধ রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার বাইপাস রাস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে কাদা হয়ে যেত। নিত্য যাত্রী থেকে শুরু করে যানবাহন চালকেরা এতে চরম সমস্যায় পড়ত। CONTINUE READING
দুই পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ।
রাত দশটা বাজতেই বাঁকুড়ায় নাইট কারফিউ লাগু করতে রাস্তায় নামল পুলিশ