Wednesday, December 4, 2024
- Advertisement -

আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের শক্তিগড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি 

- Advertisement -

রাম চক্রবর্তী , অর্ঘ্য ব্যানার্জি পূর্ব বর্ধমান :- গাড়ির চালকদের সতর্কতা ও সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্ম সূচি। শুক্রবার শক্তিগড় থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্ম সূচি গ্রহণ করা হলো। এই উপলক্ষে এদিন এক রেলি বের করা হয়। এই রেলিতে অংশগ্রহণ করে Advance training academy এই রেলি থেকে সমস্ত বড় গাড়ি ছোট গাড়ি চারচাকা তে স্টিকার লাগানো হয় সেভ ড্রাইভ সেভ লাইফ এর সাথে সাথে কোভিড যে সমস্ত মানুষরা বিনা মাক্স ঘুরে বেড়াচ্ছিল তাদের হাতে মাক্স তুলে দেয়া হয় পথচারী থেকে শুরু করে সকলকে পথ সচেনতার বার্তা দেওয়া হয়। পূর্ব বর্ধমানের

এরই পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়। সেখানে শক্তিগড় থানার যে সমস্ত গাড়ি চালায় ড্রাইভার চক্ষু পরীক্ষা করান। পাশাপাশি এদিন গাড়ি চালকদের ও চক্ষু পরীক্ষা করানো হয়। এই শিবিরে বিনা মূল্যে চক্ষু করাতে পেরে খুশি সকলে। এই দিন উপস্থিত ছিলেন এডিশনাল এস পি কল্যাণ সিনাহ রায় মহাশয় ও শক্তিগড় থানার ও সি কুনাল বিশ্বাস মহাশয় ও উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও ভিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলদার ও শক্তিগড় থানার ফোর্স ও সিভিক পুলিশ ।

রাজ্যের তৈরী পেগাসাস তদন্ত কমিশনের যাবতীয় নথি রাজ্যপাল কে জমা না করায়, ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়

আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের শক্তিগড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি

আরও খবর- বড়োদিনের ঠিক আগের রাতে প্রশাসনিক কর্মকর্তারা হাজির হলেন শান্তাক্লজ রূপে

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-বড়ো দিনের ঠিক আগের রাতে প্রশাসনিক কর্মকর্তারা হাজির হলেন শান্তাক্লজ রূপে। গাড়িতে চেপে ঘুরে বেড়ালেন মহকুমার একপ্রান্ত থেকে অপর প্রান্ত। শীতের কামড় খেতে খেতেই যাদের কাছে প্রতিটি রাত হয়ে ওঠে এক একটি লড়াই, যাদের কাছে প্রতি দিনই একটা সংগ্রাম, তাদের কাছে বড় দিনের আনন্দের একটু রেশ পৌঁছে দিতে উদ্যোগী হলো ঘাটাল প্রশাসন। বড় দিনের আগেই রাতে হঠাৎই বেরিয়ে পড়লেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, এস ডি পিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ কয়েকজন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments