Wednesday, January 22, 2025
- Advertisement -

আবহাওয়াবিদদের মতে আজ রবিবার ঘূর্ণিঝড় “জাওয়াদ” এর শক্তি ক্ষয় হয়ে গভীর জলোচ্ছ্বাসের দেখা দিতে পারে

- Advertisement -

চয়ন দাস, এগরা :- রাজ্য সরকারের নির্দেশে ইতিপূর্বেই নিম্নচাপের সতর্কতা জারি হয়েছিল, নিম্নচাপের জেরে প্লাবিত হতে পারে এরকম জেলা গুলোতে। আবহাওয়া দফতর জানিয়েছিল যে, চিহ্নিত জেলা গুলোতে নিম্নচাপের প্রভাব ব্যাপক ভাবে পড়বে তাই জেলা গুলোতে মাইক ফুঁকে সতর্কতা জারি করা হয়েছিল। ঘূর্নিঝড় “জাওয়াদ” এর প্রভাবে দীঘা, তাজপুর, মন্দারমনি , শংকরপুর সহ কোস্টাল এলাকা গুলিতে প্রবল জলোচ্ছ্বাস নজরে পড়লো। “গার্ডওয়াল” টপকে সমুদ্রের নোনা জল কোস্টাল এলাকাগুলিতে ঢুকে পড়ে ফলে এলাকাগুলি প্লাবিত হয়। আবহাওয়াবিদ সূত্রের খবর, ঘূর্নিঝড় “জাওয়াদ” উপকূলে আছড়ে পড়ার আগে শক্তি নিস্তেজ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়াবিদদের মতে আজ রবিবার গভীর জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের মতে আজ রবিবার ঘূর্ণিঝড় “জাওয়াদ” এর শক্তি ক্ষয় হয়ে গভীর জলোচ্ছ্বাসের দেখা দিতে পারে

সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে

বাংলাদেশ পুলিশের প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ তাঁদের সহধর্মিণীগণের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত

আজ পহেলা জানুয়ারি থেকে রাজ্য জুড়ে সপ্তাহ ব্যাপী ছাত্র সপ্তাহ পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে।

শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ শান্তাশ্রম স্পোর্টিংর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানা, ঝান্টিপাহাড়ি পুলিশ ফাঁড়ি এবং কমলপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা

More News- কাঁচা বাদাম বিক্রেতার পর এবার ভাইরাল মুর্শিদাবাদের খাজা বিক্রেতা হাফিজুল

মেহেবুব মাসুম :- বাদাম বিক্রি করতে বেরিয়ে সুরের ছন্দে মানুষকে মাতিয়ে এখন ভুবন জোড়া খ্যাতি পেয়েছেন বীরভূমের দুবরাজপুরের কুড়ানজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রির সাথে সাথে তার রচিত’ বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম, ‘ গান এখন নেট দুনিয়ায় ভাইরাল। সেই গান নিজেদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে দিয়ে বহু ব্যক্তি রোজগার করছেন প্রচুর টাকা। কিন্তু সেই টাকার কোনও ভাগ পাচ্ছেন না ভুবন। তাই ইতিমধ্যেই নিজের গানের কপিরাইট চেয়ে দুবরাজপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে নেট দুনিয়া মাতাচ্ছেন মুর্শিদাবাদের হাফিজুল। খাজা বিক্রেতা হাফিজুলের গান এখন নেট দুনিয়ায় নতুন করে ভাইরাল। তবে এই খাজা বিক্রেতার বাড়ি মুর্শিদাবাদের এখনও কোথায়, তা সঠিক ভাবে জানা যায়নি। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments