Friday, December 6, 2024
- Advertisement -

আর যেতে হবে না ব্যাংকে, হোয়াটসঅ্যাপেই মিলবে ব্যাঙ্কিং পরিষেবা

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক  : এবার হোয়াটসঅ্যাপে ও নাকি পাওয়া যাবে এসবিআই(SBI) পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করছে এসবিআই। এক ক্লিকেই জানা যাবে একাউন্টের খুঁটিনাটি। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এসবিআই পরিষেবা পাওয়া যাবে বাড়িতে বসেই।

কিন্তু কিভাবে সম্ভব ? জেনে রাখুন-ইন্টারনেট ব্যাঙ্কিং এ যারা অভ্যস্ত নন তারা নিশ্চিন্তেএই পরিষেবা ব্যবহার করতে পারবেন। অনেক আগেই হোয়াটসঅ্যাপে এই পরিষেবা চালু করার ইঙ্গিত দিয়েছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাড়া। মঙ্গলবার সন্ধ্যায় এসবিআই এর তরফে ট্যুইটারে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালান্স থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট জানা যাবে এই পদ্ধতিতে। হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করা যাবে একটি ফোন নম্বরে, সেই ফোন নম্বরটি আগেই নিজেদের মোবাইল ফোনে সেভ করে রাখতে হবে। আর নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে উক্ত সেই নম্বরে ইংরেজিতে হাই (Hii) লিখে পাঠাতে হবে। সেই নম্বরটি হল ৯০২২৬৯০২২৬। এখন প্রশ্ন হল এই নির্দিষ্ট নম্বরে হাই পাঠানোর পর কি কি সুবিধা পাওয়া যাবে?
অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট জানার এবং হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকে রেজিস্ট্রেশন বাতিল করার অপশন দেওয়া হবে। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদেরও এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক পরিষেবা দেওয়া হবে। তবে এসবিআই এর নতুন পরিষেবা ব্যবহার করতে হলে আগে ফোন নম্বরের সঙ্গে ব্যাংকের রেজিস্ট্রেশন করা জরুরী। হোয়াটসঅ্যাপ আগেই জানিয়ে দিয়েছিল যে, এই পেমেন্ট ফিচার সম্পূর্ণ নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রেখেই করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে প্রত্যেক পেমেন্ট গ্রাহকদের ব্যক্তিগত ইউপিআই (UPI) পিন। সুতরাং এই পরিষেবা যে সম্পূর্ণ নিরাপত্তা, তা স্পষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments