Wednesday, January 22, 2025
- Advertisement -

আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের অভিযানে আটক কয়লা বোঝাই তিনটি স্কুটার

- Advertisement -

 

কাজল মিত্র, আসানসোল :- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের অভিযানে আটক কয়লা বোঝাই তিনটি স্কুটার।তবে এই স্কুটারে কয়লা বোঝাই করে বাইপাস দুনম্বর যাতীয় সড়ক ধরে এই কয়লা অবৈধ ভাবে পাচার করা হয় বলেই খবর।খবর বিসিসিএলের বড়ীরা কয়লা ক্ষনির থেকে অবৈধ কয়লা বস্তায় ভোরে তারপর স্কুটার ও মোটরসাইকেল করে বাইপাস দুনম্বর যাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকায় পাচার করা হয়!তবে এই অবৈধ কয়লা পাচার কাণ্ডে যারা যুক্ত রয়েছে তাঁদের কে পুলিশ ধরতে পারেনি।অভিযোগ কয়লা করবারে যুক্ত তারা রাস্তাই নজরদারি দিয়ে এই অবৈধ কয়লা পাচার করছে দিনের আলোয় বলে যানা যায়!তবে পুলিশের অবৈধ কয়লা নিয়ে অভিযান নিয়মিত চললেও তার পরেও মোটরসাইকেল ও স্কুটারে করে পাচার হচ্ছে কয়লা।

 

 

আরও পড়ুন :- চুপিতে পরিযায়ী পাখি দেখতে এসে ছাড়িগঙ্গায় ভ্রমনের সময় নৌকাডুবিতে নিখোঁজ ২ পর্যটক

টিভি ২০ বাংলা ডেস্ক :- চুপিতে পরিযায়ী পাখি দেখতে এসে ছাড়িগঙ্গায় ভ্রমনের সময় নৌকাডুবিতে নিখোঁজ ২ পর্যটক। যদিও ওই নৌকায় থাকা মাঝি সহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওযা দুই পর্যটক হলেন তন্ময় সিংশর্মা, তন্ময় মাঝি ও নৌকার মাঝি মদন পারুই। এরমধ্যে মদন পারুইকে পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, সন্ধ্যা থেকে পূর্বস্থলী গ্রামপঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে হ্যালোজেন লাইট লাগিয়ে শুরু হয়েছে নদীতে নেমে তল্লাসি। নিখোঁজ ২ জনের নাম সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জী। পর্যটকরা নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। জানাগিয়েছে, এদিন বিকালে আগাদ ৪ পর্যটক এসেছিল পরিয়ায়ী পাখি দেখতে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুই এর নৌকায় চেপেছিলেন তারা। এরপরেই নৌকায় উঠে ৪ জনই মদ্যপান শুরু করে, বলে অভিযোগ। পরে ওই নৌকায় দাঁড়িয়ে তারা নাচানাচি শুরু করে। নৌকা কুলতলির ঘাটের কাছে আসতেই সেটি টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই, তারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু হয়। নৌকার মাঝি্কে নিয়ে আসা হয় পূর্বস্থলী হাসপাতালে। বাকি ২জনকেও নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments