Tuesday, March 18, 2025
- Advertisement -

আসানসোল উপনির্বাচনে ৫৪৭৭ ভোটে জয়ী হলেন বিধান উপাধ্যায়

- Advertisement -

 

কাজল মিত্র আসানসোল :- গত ২১ আগষ্ট আসানসোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ভোট ছিল আর সেই উপনির্বাচন এর আসানসোল পুরনিগমের ৬ নং ওয়ার্ডের ভোট গণনা বুধবার সকাল আটটার সময় শুরু হয় আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে। ১৪ টি বুথের মোট ভোটার সংখ্যা ছিল ১০ হাজার ৮০০ জন।যার মধ্যে ভোট দিয়েছিল ৮৪৫৭ জন অর্থাৎ ভোট পড়ে ৮২.৬৪ শতাংশ। ভোট শেষ হওয়ার পরে ১৪ টি বুথের ইভিএম আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে যে স্ট্রং রুমে রাখা হয়েছিলো। এদিন ঠিক সকাল আটটার সময় চার দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়। তারপর নির্দিষ্ট টেবিলে এনে গণনা শুরু হয়।সপ্তম রাউন্ডে অর্থাৎ ভোট শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় ভোট পেয়েছেন ৬৬৮৩ । দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের শুভাশীষ মন্ডল ১২০৬ ভোট। বিজেপির শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫ ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩ টি ভোট। এদিন জয় এর খবর হবার পরেই বিধান উপাধ্যায় মহাশয় প্রথমেই পাঁচগেছিয়া বাড়িতে পৌঁছে উনার মা রুক্মিণী উপাধ্যায় এর পায়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন এবং সেখান থেকে পাঁচগেছিয়া কার্যালয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায় এর প্রতি মূর্তিতে মালা পড়িয়ে প্রণাম করেন ।তিনি বারাবনি বিধান সভার তিনবারের বিধায়ক এবার আসানসোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর জয়ী কাউন্সিলর ।যদিও তিনি কাউন্সিলর হবার পূর্বেই মেয়র পদে বসেছিলেন তাই ছয়মাসের মধ্যে কোন ওয়ার্ড থেকে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হবে ।আর তাই ২১ তারিখ এর নির্বাচনের ফলাফলে আসার পরই তিনি জয়ী হলেন । তিনি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় যেভাবে উন্নয়ন করছে তাতে জয় নিশ্চিত ছিল তাছাড়া তিনি বলেন এলাকায় যেসকল সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে পানীয় জলের সমস্যার কাজ চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments