Wednesday, December 4, 2024
- Advertisement -

উত্তর২৪ পরগনা ভেঙে নতুন জেলার নাম ইছামতী ৷ বাংলায় আরও ৭ টি নতুন জেলা , ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- Advertisement -

 

ডেস্ক রিপোর্ট  :-

প্রশাসনিক সুবিধার জন্য এর আগেও জেলা ভাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই লক্ষ্যে আরও সাত কদম এগোলেন মুখ্যমন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়ের পর্বের মধ্যেই রাজ্যে আরও নতুন ৭জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আরও ৭ নতুন জেলা হচ্ছে৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তর ২৪ পরগনাতে হচ্ছে নতুন ৩টে জেলা। বনগাঁ, বাগদা ওখানে পড়ে বলে ইছামতি জেলা হচ্ছে। এছাড়াও জেলা হচ্ছে বসিরহাট। যার নাম পরে দেওয়া হবে। নতুন জেলা হচ্ছে সুন্দরবন জেলা। মুর্শিদাবাদে মোট হচ্ছে তিনটে জেলা কান্দি, বহরমপুর ও মুর্শিদাবাদ। বাঁকুড়ায় হচ্ছে নতুন জেলা বিষ্ণুপুর, নদীয়া পাচ্ছে রানাঘাট জেলা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে।

এক নজরে দেখে নিন, রাজ্যের নতুন জেলার সেই জেলার তালিকা ৷

১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা)

২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)
৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)
৪) রাণাঘাট (নদিয়া) ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া) ৬) বহরমপুর ৭) কান্দি (মুর্শিদাবাদ)

এর আগের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সুন্দরবন ও সন্দেশখালিকে পৃথক করার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সুন্দরবনের মানুষকে যদি আলিপুরে গিয়ে কাজ করতে হয় আর সন্দেশখালির প্রত্যন্ত অঞ্চল থেকে যদি মানুষকে বারাসত যেতে হয় তাহলে যাতায়াতেই তো তাঁদের দু’দিন চলে যাবে। কাজ করবে কখন?

সুন্দরবনের ক্ষেত্রে নাম সুন্দরবন হলেও উত্তর ২৪ পরগনা ভেঙে যে নতুন জেলা তৈরি হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ইছামতী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলাকে ভাগ করেছিলেন। যেমন বর্ধমান ভেঙে তৈরি হয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান। দার্জিলিং ভেঙে তৈরি হয়েছিল কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ভেঙে হয়েছিল আলিপুরদুয়ার। তবে একলাফে সাত জেলা বাড়িয়ে দেওয়া নজিরবিহীন বলেই মত অনেকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments