বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- বিগত দিনে সংবাদিকদের কে সাধারণ মানুষ সবরকম দিক দিয়ে ছবি তুলে খবর করা হিসেবেই বরাবরই দেখে এসেছে। বর্তমানে খবর করার পাশাপাশি সারা বছর ধরে সাধারন মানুষের পাশে স্বাস্থ্য ও সামাজিক সাহায্য নিয়ে উপস্থিত হয়েছে সংবাদিক। রবিবার ডায়মন্ড হারবার এস ডি ও অফিসের পাশে জেলা পরিষদের পরিদর্শন কুঠী প্রাঙ্গনে প্রায় ৭৭জন রক্তদাতা রক্তদান করেন।গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি ২৭জন মরণোত্তর দেহ দান করেন,এর মধ্যে ৫জন সংবাদিক মরণোত্তর দেহ দান করেন। প্রেস কর্নারের প্রথম বার্ষিক মুখপত্র “মুখ” এর প্রচ্ছদ প্রকাশিত হলো এদিন।ডা:হা: হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এদিনের এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল,জেলা সভাধিপতি শামীমা শেখ, ডা:হা:মেডিক্যাল কলেজ হাসপাতাল ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,এস ডি আই সিও ব্রতী বিশ্বাস, জেলা পরিষদের প্রাণী ও মৎসের কর্মধ্যাক্ষ উমাপোদ পুরকাইত,কুল্পির বিধায়ক যোগরঞ্জন হালদার,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এছাড়া উপস্থিত ছিলেন টাউন তৃনমূল সভাপতি অমিত সাহা,টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার,ব্লক২ সভাপতি অরুময় গায়েন,ডা: হা: তৃনমূল মহিলা নেত্রী মনমহিনি বিশ্বাস,ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমানগায়েন সহ প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য ও সম্পাদক নকিবুদ্দীন গাজী সহ প্রেস কর্নারের সকল প্রবীণ ও নবীন সংবাদিক। একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে সংর্বধনা দেওয়া হয় জেলার অন্যতম সাহিত্যিক ঝরশ্বর চট্টোপাধ্যায়,বিশিষ্ঠ শিক্ষক সেকেন্দার আলী,বিশিষ্ঠ সমাজসেবী ড: ইয়ার নবী গায়েন,বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল করিম,রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।রাজ্য সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল জানান বর্তমান সমাজে দাঁড়িয়ে সংবাদিক দের খবর করার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসছে সংবাদিক রা। স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার বলেন রক্তদান শিবির থেকে শুরু করে করোনার কালে সাধারন মানুষের পাশে গিয়ে মেডিসিন এবং প্রয়োজনীয় খাবার পত্র তুলে দেয়ার কাজেই এগিয়ে এসেছে। সংবাদিক ও সাধারণ মানুষের যেকোনো ধরনের সমস্যার সমাধানে সব সময় সদা তৎপর বলেও জানা যায় ওই অনুষ্ঠান থেকে। এবং প্রেস কর্নারের পক্ষ থেকে আরো জানা যায় গত বছর করোনা পরিস্থিতি কারণে যখন ব্লাড ব্যাংক গুলোতে রক্তশূন্যতা ছিল,তখন প্রেস কর্নারের উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। সাথে ছিল অক্সিজেন কনসেনট্রেটর এর শুভ উদ্বোধন হয়, সেটি নিয়ে করোনা রুগীদের চাহিদা মত প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। এই প্রেস কর্নারের পক্ষ থেকে মানবিক সাহায্য পেয়ে স্থানীয় টাউনের ও এলাকার সাধারণ মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়ে ছিলেন।