Wednesday, December 4, 2024
- Advertisement -

কাঁঠালের বীজ সংরক্ষণ।

- Advertisement -

Tv20 Bangla:- কাঁঠাল খেতে হয়তো অনেকেই ভালোবাসেন। কাঁঠালের সাথেও খেতে ভালোবাসেন কাঁঠালের বীজ।এই ফলটি কেবলমাত্র গরমকালেই পাওয়া যায়। কিন্তু আপনি চাইলেই এর বীজ সংরক্ষণ করে রেখে খেতে পারেন সারাবছর।কি করে রাখবেন এর বীজ সংরক্ষণ করে জেনে নিন আমাদের কাছে–১. কাঁঠাল খাওয়ার পর বীজ না ধুয়ে পলিথিনে মুড়িয়ে এমনিতেই রেখে দিন। এভাবে ভালো থাকবে প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত। ২. এছাড়াও আপনি কাঁঠাল খাওয়ার পর বীজ গুলো না ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর একটি মাটির হাঁড়িতে বালির সঙ্গে মিশিয়ে মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ৩. বীজ কুচি করে বা প্রয়োজন মতো টুকরা করে সিদ্ধ করে নিন। এবার এয়ারটাইট বক্সে বা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন। ৪. এছাড়াও বীজ ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এবার এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নরমালে রেখতে পারেন।

কাঁঠালের বীজ সংরক্ষণ।

MORE NEWS – খুব সহজে জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন,আর পান স্বাস্থ্যকর জল। 

Tv20 Bangla:- খুব সহজে জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন। আর পান স্বাস্থ্যকর জল। আপনাদের সামনে তুলে ধরব জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সহজ টিপস। মূল পদ্ধতিতে যাওয়ার আগে শুরুতেই জানিয়ে রাখি জলের ট্যাঙ্ক পরিষ্কারের পুরো প্রসেসে খেয়াল রাখবেন যেন কোনভাবেই এর ময়লা বা কেমিক্যাল মিশ্রিত জল কোন গাছপালা, অন্য কোন জলের উৎস, মানুষ, প্রাণীর সংস্পর্শে না আসে। এমনকি ট্যাঙ্ক পরিষ্কার করাও যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ। কাজেই পরিষ্কারের সময় প্লোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করবেন।এইবার চলে যাব মূল পদ্ধতিতে প্রথমেই ট্যাঙ্কটি থেকে জল খালি করে নেব। তারপরে ট্যাঙ্কটিকে শুকাতে দেব। এরপর ট্যাঙ্কের সাইজ অনুযায়ী গরম জল ও লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্ট পাউডার একসাথে মিশিয়ে একটি ক্লিনিং সলিউশন তৈরি করে নিন। এরপরে নাইলনের ব্রাশ বা স্পঞ্জ সলিউশনে ডুবিয়ে ট্যাঙ্কের ভিতরটা ভালো করে ঘষে পরিষ্কার করুন। ট্যাঙ্কের নিচ পর্যন্ত যাওয়ার জন্য বড় হাতলের ব্রাশ হলে ভালো হবে। স্টিলের ব্রাশ বা স্পঞ্জ ভুলেও ব্যবহার করতে যাবেন না। CONTINUE READING

বাড়ির ভেতরে কুয়ার মধ্য থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস, আহত কমপক্ষে ৩০ জন যাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments