জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: কলকাতায় এ আই এস এস কে কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে গঙ্গারামপুরের স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হল। কলকাতার প্রাইভেট রোডে এই ন্যাশনাল টুর্নামেন্ট হয়, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পুর থেকে তিন জন কারাটের ছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে তারা টুর্নামেন্টের পর পুরস্কৃত হয়ে জেলা সহ গঙ্গারামপুরের নাম উজ্জ্বল করেছে। জানা গেছে, গঙ্গারামপুর শহরের পরিচিত প্রশিক্ষক সমীর দত্তের ছাত্রী তারা। জেলা দক্ষিণ দিনাজপুর সহ গঙ্গারাম পুরের স্বর্ণ মুকুট ফের আরও এক নতুন পালক সংযোজন হলো তা বলাই বাহুল্য। ক্যারাটে বিজয়ী পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা হলেন যথাক্রমে আনুশকা বসাক অরেঞ্জ বেল্ট ফাইটিংএ প্রথম প্রাইজ গোল্ড, কাতা সেকেন্ড প্রাইজ সিলভার, শ্রেয়শী সরকার কাতা সিলভার, দেবাংশি দাস ফাইটিংএ সিলভার। ক্যারাটের টুর্নামেন্টে
এই তিন ছাত্রী গঙ্গারামপুরের প্রশিক্ষক সমীর দত্তের একনিষ্ঠ বলে জানা গেছে। প্রসঙ্গত, গঙ্গারামপুরের প্রশিক্ষক সুপরিচিত সমীর দত্তের নাম রয়েছে জেলা জুড়ে। বরাবরের মতো এবারও জেলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে ক্যারাটে টুর্ণামেন্টে খেলতে গিয়ে পুরস্কার পেয়ে গঙ্গারামপুর বাসীদের মুখ উজ্জ্বল করল তা বলাই বাহুল্য। ভবিষ্যতে এরকম আরও টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ক্যারাটের ছাত্রছাত্রীরা যা পাথেয় হয়ে থাকবে জেলার স্বর্ণ মুকুটে। ক্যারাটে টুর্ণামেন্টে পুরস্কার পাওয়ার পর গঙ্গারামপুরের ছাত্র-ছাত্রী সহ প্রশিক্ষক সমীর দত্ত আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন।
ক্যারাটের টুর্নামেন্টে পুরস্কার গঙ্গারামপুরে তিন ছাত্রীর
More News – সারা ভারত ধর্মঘটের জনমত তৈরি করতে আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল সমর্থনের দাবিতে শান্তিপুরে SUCI এর প্রচার অভিযান।
টিভি 20 বাংলা ডেস্ক :- নদীয়ার পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন গ্রাম শহরে এস ইউ সি আই এর কর্মী সমর্থকরা মাইক সহযোগে টোটো তে করে প্রচার চালাচ্ছেন আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলে জনমত এবং সক্রিয় অংশ গ্রহণ করার জন্য। তাদের দাবি কেন্দ্রের বি জে পি সরকারের চূড়ান্ত জন বিরোধী কৃষি-শিল্প শিক্ষানীতি, বেকারি, মূল্য বৃদ্ধি , বেসরকারিকরণ, শ্রমিক বিরোধী লেবার কোড, সাম্প্রদায়িক রাজনীতি, ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাজ্য সরকারের দুয়ারে মদ, হাসপাতালে ওষুধ বাতিল দলবাজি দুর্নীতি ও স্বজন পোষণের Continue Reading