Friday, December 6, 2024
- Advertisement -

খিদিরপুরের বাবুবাজারে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল কলকাতাবাসী

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  খিদিরপুরের বাবুবাজারে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল কলকাতাবাসী। সার বোঝাই লরি উল্টে গেল গাড়ির উপর। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। গাড়ির ভিতরে ছিল মেয়র পরিষদ রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর রাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিককালে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেনি কলকাতাবাসী। নিয়ন্ত্রন হারিয়ে সার বোঝাই লরি এমনভাবে গাড়ির উপর পড়েছে যে পুরো গাড়িটাই দুমড়ে মুচড়ে গিয়াছে। গাড়ির চারপাশে চাপ চাপ রক্ত। প্রথমে ক্রেন দিয়ে লরিটিকে তোলা হয়। তারপর গ্যাস কাটার দিয়ে উদ্ধার করা হয় ৭৮ নং ওয়ার্ড এর তৃণমূল কাউন্সিলরের ছেলে রাম কিঙ্কর রামকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা যায় রাম কিঙ্করের গাড়ি একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিল। উল্টোদিক থেকে অতিরিক্ত সার বোঝাই লরিটি আসছিল। রাস্তার খুব খারাপ অবস্থায় তাল সামলাতে না পেরে লরির চাকাটি বড়ো গর্তে ঢুকে যায় এবং রাম কিঙ্করের গাড়ির ওপর উল্টে পরে।

স্থানীয়দের দাবী বেহাল রাস্তার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও রাস্তাটি বন্দর এলাকার মধ্যে পরে তবুও রাস্তা মেরামতের তৎপরতা দেখায়নি প্রশাসন। এমনকি সেখানে লাইটের ব্যবস্থাও নেই। আর্টিফিশিয়াল আলো লাগিয়ে উদ্ধারকাজ চলছিল। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।প্রচুর মানুষ ভিড় করে সেখানে। ফলে উদ্ধারকার্য চালাতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments