নদীয়া:- সামনে ঈদ। সেই ঈদের দিন নদীয়ার শান্তিপুরের স্পর্শ কাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশের টহলদারির দাবি জানালেন বিভিন্ন মসজিদের ইমামরা। শান্তিপুর শহরের মোট 74 টি মসজিদ রয়েছে। তাদের মধ্যে আজ 34 টি মসজিদের ইমাম এবং অন্যান্য মসজিদের মসজিদ কমিটির লোকজনদের নিয়ে শান্তিপুর থানা তে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। ওই বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু এবং শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ। সম্প্রতির বাতাবরণ বজায় রেখে ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো মদ্যপান করা থেকে বিরত থাকার জন্য। বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা একমত হয়েছেন। তারা আগামীকাল শুক্রবার বিভিন্ন মসজিদে ওই এলাকার মানুষদের সচেতন করার জন্য বার্তা দেবেন। খুশির ঈদের ,খুশির ঈদের
পুলিশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়, ঈদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সব রকম সহযোগিতা করবেন। শান্তিপুর থানার ফোন নাম্বারে যেকোন সমস্যার জন্য ফোন করলেই পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। এবাদেও পেট্রোলিং এবং পুলিশের টহলদারির ব্যাপারটা হচ্ছে গুরুত্ব দেওয়ার কথা বলেন পুলিশ প্রশাসন। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঈদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখাটাই এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিলো। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বকেও উপস্থিত থাকতে দেখা যায়, তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
খুশির ঈদের শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক মিটিং, মসজিদ কমিটি এবং ইমামদের সাথে।
MORE NEWS – Eid ঈদ উপলক্ষে হটুগঞ্জ আইমা ইউনিট এর উদ্যোগে, শতাধিক জন দুস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র প্রদান।
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- প্রতিবছরের মতো এবছরও অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন (আইমা) এর সহযোগিতায় ও হটুগঞ্জ আইমা ইউনিট এর উদ্যোগে, হটুগঞ্জ আল আমিন মিল্লী মিশন প্রাঙ্গনে ঈদের আগে এলাকার শতাধিক গরীব দুঃস্থ মানুষের মধ্যে নতুন শাড়ি, লুঙ্গি এবং বাচ্ছাদের জন্য জামা দেওয়া হলো। এমনিতেই সারাবছর আইমা এর পক্ষ থেকে এলাকার বিভিন্ন গরীব দুস্থ বছরে তিনবার নতুন জামা কাপড় বিতরণ করা হয়, দুর্গাপূজার সময় ঈদের সময় এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিগত লকডাউন এর সময় এই (আইমা)র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন এর সহযোগিতায় বিনা পয়সার সবজি হাট করে প্রায় হাজারখানেক মানুষকে বিনা পয়সায় সবজি চাল ডাল বিতরণ করে নজির সৃষ্টি করেছিল। CONTINUE READING