Saturday, December 7, 2024
- Advertisement -

গমের নাড়া পুরাতে গিয়ে ঝলসে গেল আম ভর্তি ১২ টি আম গাছ, দুশ্চিন্তায় আম চাষী।

- Advertisement -

পার্থ ঝা, মালদহ,১৭ এপ্রিল:- প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্নপাত করছেন না।
আবারও মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ঘটলো বিপত্তি। আগুনে ঝলসে গেল এক ভাগ চাষির ১০-১২ টি আম গাছ। মাথায় হাত চাষির। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাট খোলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, কুশিদা এলাকার এক চাষি এদিন মাঠে গমের নাড়ায় আগুন ধরিয়ে দিলে গমের জমিতে থাকা আমগাছ ও পার্শ্ববর্তী বাগানের আম গাছগুলো আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় বলে খবর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।

উল্লেখ্য, প্রায় মাস খানেক আগে ওই এলাকার বোয়ালমারী মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ১০০ বিঘা গমের জমি পুড়ে ছাই হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই আবার গমের নাড়ার আগুনে ঝলসে গেল ১০-১২ টি আম গাছ। এই নিয়ে এলাকার মানুষের সতর্কতা নিয়ে প্রশ্ন তুললেন কুশিদা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম। তিনি প্রশাসনের সহযোগিতায় এলাকায় এলাকায় মাইকিং করা সত্ত্বেও এই ধরনের কর্মকাণ্ড দেখে হতবাক।আর কিভাবে প্রচার চালালে মানুষ সতর্কতা হবে।

গমের নাড়া পুরাতে গিয়ে ঝলসে গেল আম ভর্তি ১২ টি আম গাছ, দুশ্চিন্তায় আম চাষী।

MORE NEWS – এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে।দীঘা মেদিনীপুর লেন এর বাসটির সামনে আসা ডাম্পারকে রাস্তা দেওয়ায় বাসটি নিজেই নিয়ন্ত্রণ হারালো।দুর্ঘটনাটি ঘটেছে কৌড়দা পেট্রোলপাম্প ও কৌড়দা বাসস্ট্যান্ড এই মধ্যবর্তী স্থানে। বাসে বসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়েই হয়েছে দুর্ঘটনা। দূর্ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছান।আহতদের উদ্ধার করেন।যাত্রীদের মধ্যে তেমন কিছু ক্ষতি না হলেও আহত হয়েছে অর্ধাংসের বেশি সঙ্গে বাস চালকও গুরুতর আহত হয়েছেন। CONTINUE READING

মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিক কে তলব লালবাজারে।

দক্ষিণেশ্বরের নতুন থানার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার৷

মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।

স্নান করতে নেমে পাথর খাদানের জলে তলিয়ে গেল দুই যুবক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments