বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- করোনা আবহে প্রখর গরমে আগামী দিনে ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের হাহাকার মেটাতে যুগদিয়া যুব তৃনমূল কংগ্রেসের সহযোগিতায় এগিয়ে এলো মগরাহাট থানার অন্তর্গত যুগদীয়া সবুজ সংঘ। পাশাপাশি বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ডেন্টাল ক্লিনিক ব্যাবস্থা করা হয়। সম্প্রীতি আজ হামিদান কমপ্লেক্স যুগদিয়া দর্জিপাড়া প্রাঙ্গণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকল সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। রক্তদানে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এদিন শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।
রক্তদাতাদের শারক সম্মাননা প্রদান উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধায়িকা নমিতা সাহা, ব্লক ২ যুব সভাপতি বাচ্চু শেখ, অঞ্চল সভাপতি ইউনূস মোল্লা, যুগদিয়া অঞ্চল যুব সভাপতি ইকবাল হোসেন ও বিশিষ্ট ডাক্তার বাবু সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগদিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইকবাল হোসেন। এবং তিনি বলেন এই গরমের সময় সমস্ত ব্লাড ব্যাংক গুলিতে রক্তের প্রভাব পড়ে। তাই গরমের শুরুতে রক্তদান শিবির এর আয়োজন করা হয়, তিনি আরও বলেন ।
গরমে রক্তের সংকট মেটাতে অঞ্চল যুব সভাপতি ইকবাল হোসেন এর প্রচেষ্টায় মগরাহাট যুগদিয়ায় রক্তদান শিবির ।
More News – সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝাণ্ডা, এমনই অডিও ভাইরাল তৃণমূল নেতার ।
বিশ্বজিৎ মন্ডল, মালদা :- তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলে মিলবে জব কার্ড, মিলবে বাংলা আবাস যোজনার ঘর। রাজ্য সরকারের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝাণ্ডা। চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও র। শুরু রাজনৈতিক চাপানোতোর। মালদার চাঁচলের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রাখি কর্মকার দাস। তার স্বামী বিশ্বজিৎ দাস তার বুথের এক বাসিন্দা তথা বিজেপি কর্মী মনোজ সাহাকে কে ফোনে বলছেন জব কার্ড পেতে হলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগদান করলেই শুধু জব কার্ড নয় মিলবে বাংলা আবাস যোজনার ঘর থেকে শুরু Continue Reading