প্রতিনিধি, সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি :- ময়নাগুড়ির ব্লকের অন্তর্গত ভোট পার্টি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং অঞ্চলের ব্রহ্মপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মাধবী রায়(২২)।
স্বামীর নাম খিরেন রায়। জানা গেছে, রবিবার মাধবী রায়কে তার শ্বশুর ডাক্তারের কাছে নিয়ে যান। এরপর বাড়ি ফেরার পর মাধবীকে খাওয়ার জন্য ডাকতে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা খুলে ঘরে ঢুকতেই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্য রা। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্বার করেন। সোমবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পরিবারের সদস্য পরেশ চন্দ্র রায় বলেন, ” বাড়িতে তেমন কিছু হয়নি। বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর বাড়ি আসার পর মা কিছুক্ষন পর খাওয়ার জন্য ডাকে। তখন কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখে এই অবস্থা। কি কারণে এই ধরণের ঘটনা ঘটিয়েছে আমরা কিছু জানি না।”