Tv20 Bangla:- জানেন কি চুল পড়া কমাতে পেয়ারা পাতা জাদুর মত কাজ করে। এমনটাই মত বিশেষজ্ঞদের। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। ঘরোয়া পদ্ধতিতে কি করে তৈরি করবেন আমরা সাহায্য করবো আপনাদের নিয়ে নেব একমুঠো পেয়ারা পাতা।এক লিটার জল। এইবার চলে আসবো মূল পদ্ধতিতে:- একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেবো।এর পর যতক্ষণ না পর্যন্ত জলটা গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবো। এরপর গরম জলে পেয়ারা পাতা গুলো দিয়ে ২০ মিনিট জ্বাল দেব। এরপর ২০ মিনিট পর নামিয়ে নেব। যেভাবে ব্যবহার করবো প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে নেব।
তবে কন্ডিশনার ব্যবহার করবো না। চুল কিছুটা শুকিয়ে এলে চুল বেণী করে তারপর পেয়ারা পাতার জলটা মাথায় দেব। জলটা মাথার তালুতে কমপক্ষে ১০ মিনিট ম্যাসাজ করবো এবং ২ ঘণ্টা রেখে তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবো। আপনারা এটা কতোদিন পর পর ব্যবহার করবেন বলে ভাবছেন। যদি চুল পড়া সমস্যা অনেক বেশি থাকে। তবে সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন এটি চুল পড়া বন্ধ করবে। আর যদি চুল শাইনি সিল্কি করে তুলতে চান তবে সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।
চুল পড়া কমাতে পেয়ারা পাতা জাদুর মত কাজ করে।
MORE NEWS – কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।
Tv20 Bangla:- কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। বেশ কিছুদিন আগেই কাঞ্চন মল্লিকের জন্মদিনে দেখা গিয়েছিল দু’জনকেই কালো পোশাকে। গত বছর কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জনে মুখরিত ছিল টলিপাড়া।শোনা গিয়েছিল, পিঙ্কির সঙ্গে থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন বিধায়ক-অভিনেতা। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি ক্ষোভ উগরে দেন পিঙ্কিও। তাঁদের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি কাঞ্চন। শুধু তাই নয়। পিঙ্কি জানান, তিনি প্রতিবাদ করায় কাঞ্চন এবং শ্রীময়ী অপদস্থ করেন তাঁকে। যদিও শ্রীময়ী কাঞ্চন দুজনেই তাঁদের ঘিরে জল্পনাকে উড়িয়েই দিয়েছেন। CONTINUE READING