ইনামূল ভূঁইয়া বাঁকুড়া :-
আজ জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলের সারা ভারত কৃষক সভা,সারা ভারত খেত মজুর ও সিপিআইএম এর উদ্যোগে রাজ্যে কোটি টাকার দূর্নীতির বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় গেলিয়াতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে অমায়িক লুণ্ঠন তারিই জেরে চোর ধরো জেলে ভরো কর্মসূচি গ্রহণ করেছেন জয়পুর ব্লকের সিপিআইএম নেতৃত্ব বৃন্দ।
উপস্থিত ছিলেন জয়পুর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মানিক রায়, কৃষক সভার কমরেড ষড়ানন পান্ডে, কমরেড কান্তি মুখার্জি উত্তর এরিয়া কমিটির সম্পাদক, কমরেড বিশ্বনাথ দে, কমরেড শম্ভু চৌধুরী এবং খেত মজুর থেকে কমরেড শ্যামল মুখার্জি, মহিলা সমিতির জেলা কমিটির সদস্য কমরেড তরুবালা বিশ্বাস।