নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : দীর্ঘ দিন ধরেই অভিযোগ আসছিল ইন্দাস এলাকা থেকে চোলাই মদ পাচার হচ্ছে । সে মতই বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতোই অভিযান চালিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগ মোড় থেকে চোলাই মদ পাচারের অভিযোগে হাতেনাতে মোটর বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয় । ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারীর নেতৃত্বে এই অভিযান চালানো হয় । পুলিশ সূত্রে জানতে পারা যায় , দীর্ঘ দিন ধরেই ওই ব্যক্তি এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । তিনি ইন্দাস থেকে জেলার বিভিন্ন প্রান্তে এই চোলাই মদ পাচার করতেন । তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , দীর্ঘ ছয়মাস ধরে তিনি এই মদ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন।