নিজস্ব সংবাদদাতা :- আজ ছাতনায় সিপিএম কর্মী সমর্থকেরা পথসভা ও একটি বিক্ষোভ মিছিল করলো। আজ ছাতনা কামারকুলি মোড়ে প্রথমে পথসভা এবং পরে কামারকুলি মোড় থেকে বারবাকড়া মোড় পর্যন্ত
একটি বিক্ষোভ মিছিল করে এবং সেখানেও একটি পথসভা করে সিপিআইএম কর্মী সমর্থকরা। সিপিআইএম এর অভিযোগ গত ৩১ শে জুলাই ছাতনায় একটি টিভি চ্যানেলের ডিবেট অনুষ্ঠান চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকেরা সিপিআইএম এর কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করে আর সেই আক্রমণকে কেন্দ্র করে আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাতনা সিপিএমের কর্মী সমর্থকেরা। পাশাপাশি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির প্রতিবাদে আজকের এই পথ মিছিল হয় বলে জানিয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি, সিপিআইএম ছাতনা এরিয়া কমিটির সম্পাদক পরেশ হাঁসদা, ফাল্গুনী মুখার্জী, সায়নদীপ খাঁ সহ আরো অনেক সিপিএম কর্মী সমর্থকেরা।
আজ ছাতনা ব্লক অফিস চত্বরে সিপিআইএম এর পথমিছিল প্রসঙ্গে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেলা কিষান খেতমজুর সেলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা শংকর চক্রবর্তী বলেন সন্ত্রাস দুর্নীতি সিপিএমের খাটে না, মাটি কুড়লে কঙ্কাল পাওয়া যেত, সিপিএমের ৩৪ বছরে ৫৪ হাজার মানুষ খুন হয়েছে বলে তিনি মন্তব্য করেন, সিপিএমের কোন কিছু ইস্যু নেই বলে তারা মিছিল করেছে।