সন্দীপ কর্মকার ,ছাতনা :- রক্তদান প্রান দান। আর এই রক্তের সংকট মেটাতে বিভিন্ন ক্লাব, সংস্থা থেকে রাজনৈতিক দলগুলো রক্তদান শিবির যেমন এগিয়ে এসেছে। আজ ছাতনা ব্লকের তেঘরি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভগবানপুর উচ্চ বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে 75 জন রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতাদের জন্য ছিল বৃক্ষশিশু, ট্রফি, সার্টিফিকেট এবং প্রোটিনজাতীয় টিফিন। উপরোক্ত শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ কুমার বাউরী, ছাতনা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বঙ্কিম মিশ্র, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুন্ডু, ব্লক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট শিক্ষক নেতা ইন্দ্রনাথ মুখার্জি, তেঘরী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃনাল শর্মা, তেঘরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল খাঁ, সহ সভাপতি সহ সভাপতি সহ সভাপতি আনন্দ মোহন ঘোষাল, তেঘরি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার এবং অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ প্রমুখ।