Friday, December 6, 2024
- Advertisement -

জগন্নাথের রথযাত্রায় নদীয়ায় এই প্রথম শিয়ালদা কৃষ্ণনগর দুজোড়া ট্রেন চালু , সাংসদ জগন্নাথের প্রচেষ্টায় ।

- Advertisement -

 

ওয়েব ডেক্স :- গত আড়াই বছর করোনার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মত রথযাত্রাও স্থগিত ছিলো। তবে কি স্বাভাবিক হতেই আবারও নদীয়ার মায়াপুর ইসকন সহ বিভিন্ন এলাকায় রথযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের তোড়জোড় চলছে। রেল কর্তৃপক্ষের কাছ থেকে  এবছর বাড়তি পাওনা রথযাত্রা উৎসব উপলক্ষে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে দুটি স্পেশাল #EMU লোকাল ট্রেন চলাচল। শুরু হচ্ছে  ১লা জুলাই থেকে ৯ই জুলাই পর্যন্ত।

প্রথমটি সকাল ৮টা ২০মিনিটে ছেড়ে ১০টা ৩৫মিনিটে ও পরেরটি সকাল ৯টা ৫০মিনিটে ছেড়ে ১২টা ০৫মিনিটে কৃষ্ণনগর পৌঁছাবে।ফেরার পথে বিকেল ৪টা ৫০ মিনিটে কৃষ্ণনগর ছেড়ে রাত ৭টা ১৫মিনিটে ও রাত ৯টায় কৃষ্ণনগর ছেড়ে রাত ১টা ৩৫মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।যাত্রাপথে সমস্ত স্টেশনে দাঁড়াবে এই ট্রেন দুটি। ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা যায় তারা আবেদন জানালেও এ বিষয়ে সংসদ জগন্নাথ সরকার অত্যন্ত আন্তরিকভাবে তদারকি করেছেন অনেকটাই। সেই সাথে সাংসদ জানালেন রাজ্যবাসীর জন্য বনগাঁ ডাবল লাইন, কল্যানী পর্যন্ত মেট্রো, বেশ কয়েকটি এসি লোকাল ট্রেন সহ রেলের একাধিক উপহারের কথা।

আরও পড়ুন :-

কেন্দ্রীয় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র যুব সংগঠনের মিছিল।

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া : – ইন্দাস বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম কর্মীরা । বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে 30 দফা দাবি নিয়ে ইন্দাস বিডিওকে মঙ্গলবার ডেপুটেশন দিল সিপিআইএম কর্মীরা । এ দিন তারা ইন্দাস পার্টি অফিস থেকে একটি মিছিল করে ইন্দাস বিডিও অফিসের সামনে জমায়েত হন এবং সেখানে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন । মূলত তাদের দাবি , সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০দিনের কাজ দিতে হবে এবং যে সমস্ত ১০০ দিনের কাজের শ্রমিকদের বেতন বাকি রয়েছে অবিলম্বে তাদের সেই বেতন দেওয়ার সুবন্দোবস্ত করতে হবে , সকল সাধারণ মানুষদের সরকারি ঘর দিতে হবে । এই ধরনের ৩০ দফা দাবি নিয়ে ইন্দাস বিডিওকে তারা ডেপুটেশন দিলেন । তাদের একটি প্রতিনিধি দল দাবি-দাওয়ার সম্বলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন । এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলেন ।


সিপিআইএম নেতা অসীম দাস জানান , আমাদের এই দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments