Wednesday, December 4, 2024
- Advertisement -

জমির বদলে চাকরির দাবিতে বিক্ষো জমি দাতাদের

- Advertisement -

 

মিঠুন মন্ডল পশ্চিম বর্ধমান : বুধবার ফের জমির বিনিময়ে চাকরির দাবিতে বিক্ষোভের শামিল হল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বাজার এলাকার জমিদাতারা। জমি দাতা বিক্ষোভকারীদের দাবি, বছরের পর বছর ইসিএল কর্তৃপক্ষ নানান টালবাহানায় তাদের জমির বিনিময়ে চাকরির বিষয়টির উপর সঠিক পদক্ষেপ নিচ্ছেন না। এই নিয়ে ইসিএল এর বিভিন্ন দপ্তরে বারে বারে আবেদন নিবেদন করা হয়েছে। এমনটাই দাবি করেন বিক্ষোভকারী জমি দাতারা। কিন্তু ইসিএল এর তরফে শুধুমাত্র এই প্রতিশ্রুতি পাওয়া গেছে,” চাকরি হয়নি কোন জমি দাতাদের।” এই নিয়ে শচীনাথ চক্রবর্তী জানান, চলতি মাসের ১৫ তারিখে তারা জমির বিনিময়ে চাকরির দাবিতে সোনপুর বাজারে এই প্রজেক্টে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু সেই সময় ইসিএল আধিকারিকদের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন। এই বিষয়ে ইসিএল এর তরফে জমি দাতাদের বলা হয়, চলতি মাসের ২৬ তারিখ ইসিএল এর সদর দপ্তরে তাদের জমির বিনিময়ে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা হবে। কিন্তু ২৬ তারিখ পেরিয়ে গেলেও কোনরকম সুরাহা হয়নি এই বিষয় নিয়ে। তাই বুধবার ২৭ তারিখ ফের তারা আন্দোলনে নেমেছেন। ঘটনার উত্তেজনায় পাড়ায় নামানো হয়েছিল ইসিএল এর সিআইএসএফ বাহিনীকে। এছাড়াও ঘটনাস্থলে আসেন অন্ডাল বনবাহাল থানার আউটপোস্টের পুলিশ। বনবহাল ফারীর আধিকারিক এর আশ্বাসে এদিন তারা বিক্ষোভ কর্মসূচি তুলে নেন বলে শচীনাথ বাবু জানান।
তবে জমিদাতারা হুঁশিয়ারি দেন যে, তাদের জমির বিনিময়ে চাকরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে জমিদাতারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments