চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- হঠাৎ দূর্ঘনার কবলে পড়লেন রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র তথা কাঁথি পৌরসভার উপ-পৌর প্রধান সুপ্রকাশ গিরি। রবিবার বিকেলেই দুর্যঘটনাটির সম্মুখীন হন সুপ্রকাশ। জানা গিয়েছে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুপ্রকাশ গিরি ও তাঁর চালকের। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন এখন,দুর্ঘটনাটি হঠাৎ নাকি সাজানো চক্রান্ত সেটা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকেরা।
সি সি টি ভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ । কাঁথি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রকাশ গিরি ও তাঁর চালক ছিলেন গাড়িতে। বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক নিমতৌড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে এমন সময়ে তমলুকের নিমতৌড়ির কাছে একটি লরি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে।গাড়িতে ধাক্কা মেরেই লরি নিয়ে চম্পট দেয় চালক।
ঘাতক লরিটির তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। তমলুক থানার পুলিশ এই গোটা দুর্ঘটনাটি খতিয়ে দেখছেন। এটি আদৌ দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কিছু তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে আপাতত জানা গিয়েছে, সেভাবে কোনও জখম হননি সুপ্রকাশ গিরি। তৃণমূল নেতা সুপ্রকাশ বাবু জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন। তাঁর গাড়ির চালকের সেরকম জখম হয়নি বলেও জানা গিয়েছে।
জাতীয় সড়কে পিছন থেকেই লরির ধাক্কা; প্রাণ রক্ষা মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরির
এগরা সংস্কৃত মঞ্চ ও একরা মেলার পরিচালনায় ট্যাক্সি স্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো
More News – এবার ভারতীয় রাষ্ট্রপতি পদে প্রথম আদিবাসী মহিলা, জয়ী এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
এই প্রথমবার আদিবাসী মহিলা ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর জয় ছিল প্রায় নিশ্চিত। এবার আনুষ্ঠানিকভাবেই তাকে জয়ী ঘোষণা করা হলো। তার এই বিপুল জয় কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস।
প্রথম রাউন্ড শেষেই সাংসদের ৭৭৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি তেই এগিয়ে যান তিনি। অপরদিকে বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিং প্রথম রাউন্ড গণনার পর ভোট পেয়েছেন ২০৮ টি বৃহস্পতিবার তা জানান রিটার্নিং অফিসার পিসি মোদী। তিনি আরো জানান, ১৫ জন সাংসদের ভোট অবৈধ বলে ঘোষণা Continue Reading