নিজস্ব সংবাদদাতা মালদাঃ- জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো শ্বশুরের বিরুদ্ধে।এঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার খরবা পঞ্চায়েতের মনিকান্দা এলাকায়।
ঘুমন্ত অবস্থায় জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।এমনকি বাঁশ দিয়েও মাথায় গুরতর ভাবে আঘাত করা হয়।ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চাঁচল থানার খরবা ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন আক্রান্তের মা সালেহা বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে জখম ব্যক্তির নাম মঞ্জুর আলম(৩০)
বাড়ি খরবা পঞ্চায়েত এলাকার রানীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে,চারমাস আগে মনিকান্দারা বাসিন্দা ইনতাজ আলীর মেয়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় মঞ্জুরের।
বর্তমানে তাদের দাম্পত্য কলহ নেই বলে মঞ্চুরের পরিবারের দাবি।তবে কি কারনে খুনের চেষ্টা চালালো তার শ্বশুর কিছুই বুঝে উঠতে পারছেনা মঞ্জুরের মা সালেহা বেওয়া।গুরতর জখম অবস্থায় খরবা ফাঁড়িতে অভিযোগ জানান আক্রান্তের মা।বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ব্যক্তি।অভিযুক্ত ইনতাজ আলীর শাস্তির দাবি জানিয়েছেন মঞ্জুরের পরিবার।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।