Tv20 Bangla:- আজ ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি একটি বেসরকারি রাইস মিলে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 200 থেকে 250 জন শ্রমিক সংগঠনের কর্মী উপস্থিত ছিলেন। এই সম্মেলনে মূলত তাদের দাবি ছিল সব শ্রমিকে প্রতিদিন কাজ চাই। চাথালের কাজ খুব দ্রুত শুরু করতে হবে। শ্রমিক আসার এবং যাওয়ার ৮ ঘন্টা সময় সুনিশ্চিত করতে হবে। এইরকম বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সম্মেলন করে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর ছাতনা থানা কমিটির কমিটি সম্পাদক তথা জেলা কমিটির সদস্য প্রদীপ মল্লিক, ছাতনা এরিয়া কমিটির সম্পাদক পরেশ চন্দ্র হাঁসদা, ছাতনা যুব ফেডারেশন আহ্বায়ক সায়নদ্বীপ খাঁ, শ্রমিক নেতৃত্ব শ্রীমতী মুর্মু, দুর্গাদাস বাউরী সহ অন্যান্যরা প্রমুখ।
ঝাঁটিপাহাড়ি একটি বেসরকারি রাইস মিলে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর সম্মেলন।
MORE NEWS – পবিত্র খুশির ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সামাজিক সংগঠনের।
নদিয়া, মাধব দেবনাথ:- অসহায় মানুষের পাশে দাড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, বার্তাটি সামনে রেখে এই খুশির ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলো মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি নামক এক সামাজিক সংগঠন। এদিন মাজিদা তার নদীয়ার নবদ্বীপের পার্শ্ববর্ত , মিসবাপুর, তামাঘাটা, পূর্বস্থলী, বেলের হল্ট সহ বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৩২০ জন অসহায় দুঃস্থ মানুষদের টোটো করে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করলেন। বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাঁদের পাশে দাড়ানো ও খুশির দিনে আনন্দ ভাগ করে নেবার নৈতিক দায়িত্ব বলে জানায় সদস্যরা। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। এদিন এই বস্ত্র পেয়ে খুশি সেইসব অসহায় দুঃস্থ মানুষের। CONTINUE READING
সম্পর্কের টানাপড়েনে, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, ভাইরাল ভিডিও।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পাথর ভর্তি ডাম্পার গাড়ি।
পবিত্র ঈদ উৎসবে আনন্দে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের সকল সাধারণ মানুষ।