Friday, December 6, 2024
- Advertisement -

ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের এলাকায় চাঞ্চল্য।

- Advertisement -

Tv20 Bangla:- সোনামুখী থানার ডিহিপাড়া পঞ্চায়েতের কুলডাঙ্গা দাদাভাই হোটেল সংলগ্ন এলাকায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল ট্রাক্টর চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মৃত ট্রাক্টর চালকের নাম পচা বাউরী। বযস 32 বছর। বাড়ি বেলিয়াতোড় থানার বাদর কোনদা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ট্রাক্টরটি সোনামুখীর দিক থেকে রাঙ্গামাটিতে বালি নিতে আসছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।

ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের এলাকায় চাঞ্চল্য।

MORE NEWS – Nabanna নবান্ন সভাঘর থেকে পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

নিশীথ দাস TV-20 বাংলা:- রাজ্যে একের পর এক ঘটনায় ফুটে উঠেছে গোয়েন্দাদের ব্যর্থতার কথা। তাতে মুখ পুড়েছে সরকারের। গোয়েন্দাদের তথ্য দ্রুত জোগাড় করতে তাই এবার পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিলেন তিনি। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না। সাংবাদিকদের কাছে অনেক আগেই খবর পৌঁছে যায়। জেলায় জেলায় অনেক গরিব সাংবাদিক রয়েছেন। যারা ঠিকমতো তাদের মাইনে পান না। দরকার হলে তাদের সোর্স হিসাবে ব্যবহার করুন আপনারা। প্রতিটি ব্লকে এদের তালিকা তৈরি করুন।’একই সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো এফআইআর খতিয়ে দেখার জন্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে একটি কমিটি তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী। CONTINUE READING

তিন দিনের সদ্যজাত কোলের শিশুকে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

রণক্ষেত্র বেলঘরিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রে, যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷

হাঁসখালি গণধর্ষণকাণ্ডের পরেই সরিয়ে দেয়া হলো রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাস কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments