Wednesday, December 4, 2024
- Advertisement -

ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

- Advertisement -

বাইজিদ মন্ডল- ডায়মন্ড হারবার :- করোনার কারণে দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা দোলের আনন্দ থেকে বঞ্চিত ছিল। প্রায় দু’বছর পর বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রসঙ্গত করোনা আবহাওয়ায় বিগত দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা বসন্ত উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ছিল। তবে দু’বছর পর স্কুল কলেজ খোলার পর বুধবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মাতলো আবির খেলার রঙে । যদিও ১৭ ই মার্চ বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের আগে বুধবার ১৬ই মার্চ ডায়মন্ড হারবার মহিলা কলেজের পক্ষ থেকে পালন করা হয় বসন্ত উৎসব। ডায়মন্ড হারবারে

উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন, এছাড়াও বসন্তের কবিতা পাঠ করা সহ আরও বিভিন্ন অনুষ্ঠান হয়। সকলে সকলের গালে আবির মাখিয়ে আনন্দের মূহুর্ত ভাগ করে নেয় তারা। হোলি আসতে এখনো বাকী তবুও মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের মধ্যে আবিরের রঙে নিজেদের রাঙ্গিয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা গেল, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পড়ুয়াদের বক্তব্য এত দিন পর কলেজ খোলার পর যখন বসন্ত উৎসব এলো তারপরেই ছুটি হয়েগেলো কলেজ। তবে খুব ভালো লাগছে অন্য দিকে কলেজ ছুটি হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা হবে না। তার জন্যেই সব বন্ধু মিলে দোল খেলায় মাতলাম।

ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

ভারত সেবাশ্রম কে অ্যাম্বুলেন্স প্রদান অধীর চৌধুরীর

More News-  গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ । খবর পেয়েই পুলিশি হানা , বাজেয়াপ্ত  গাঁজা সহ গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত ।

উজ্জল সরকার, জিবনতলা :- গতকাল পুলিশের কাছে খবর আসে যে জিবন তলা থানার অন্তর্গত গাতী-তে জগন্নাথ ‌গ্রামের নারায়ণ দাস‌, ( পিতা সুজিত দাস ) তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির উপর গাঁজার চাষ করছে। সেই খবর পেয়ে সাথে সাথে পুলিশ সেখানে যায় ও খোঁজ চালায়। কিন্তু বাড়িতে নারায়ণ দাস ছিল না। বাড়ির সামনে উঠোনে  এক কাঁঠা জমির উপরে গাজা কাছের চাষ। চক্ষু চরকগাছ জীবন তলা থানা ওসি সমরেশ বাবুর। প্রায় এক কাঠা জমিতে চাষ হয়েছে বেআইনি গাঁজা গাছ। এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছ গুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে। পলাতক ব্যক্তিকে ধরার জন্য তল্লাশি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments