মালদাঃ-কথায় আছে মনের শক্তি সব থেকে বড় শক্তি সেই শক্তি বলেই, শুধুমাত্র ইচ্ছেশক্তির জোরেই তিন দিনের সদ্যজাত কোলের শিশুকে নিয়ে বুধবার চাঁচলের একটি বেসরকারি হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।নাম লিজা পারভিন (১৮)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে।সে দেখিয়ে দিল, এভাবেও পরীক্ষায় বসা যায়৷ স্কুল সূত্রে জানা যায়,লিজা তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আজ ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরিক্ষা রাষ্ট্রবিজ্ঞান।সোমবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় লিজা। এর পরেই সে একটি পুত্র সন্তান জন্ম দেয়।কিন্তু তার ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ডিগ্রী অর্জন করা। পরীক্ষা যাতে বাদ না চলে যাই তাই তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজনকে জানায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় এবং স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পুলিশি পাহারায় আজ বুধবার হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিলেন সে। ওই স্কুলছাত্রীর শিক্ষার প্রতি অদম্য ইচ্ছা শক্তি ও জেদকে কুর্নিশ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
তিন দিনের সদ্যজাত কোলের শিশুকে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
MORE NEWS – মানিকচক থানার আইসির উদ্যোগে ইফতার পার্টী।
পার্থ ঝা, মালদা, মানিকচক:- পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম মাস। প্রচন্ড দাবদাহ কে উপেক্ষা করেও একমাস রোজা রাখার রীতি রেওয়াজ রয়েছে ইসলাম ধর্মে। ভোরের নামাজ পাঠের পর থেকে শুরু করে সারাদিন বিকেল পর্যন্ত উপোস করে কাটান। বিকেলে নামাজের পরে হয় ইফতার। এই পরম্পরা চলে আসছে বিগত কয়েক হাজার বছর ধরে।আজও সে পরম্পরা কে ধরে রেখেছে ইসলাম ধর্মাবলম্বীরা। আগামী ৩ তারিখ মে অনুষ্ঠিত হবে পবিএ ঈদ।ঈদে মেতে উঠবে আট থেকে আশি সকলেই। ইসলাম ধর্মাবলম্বীদের সাথে সাথে ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে থাকে এই পবিত্র ঈদে। আনন্দে উৎফুল্ল মেতে উঠবে সারাদেশ। সোমবার,বিকাল নাগাদ মানিকচক থানার আইসি অক্ষয় পালের উদ্যোগে মানিকচক থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ইফতার। এদিন প্রায় কয়েকশো ইসলাম ধর্মালম্বী মানুষের ইফতারে অংশগ্রহন করেন। CONTINUE RFEADING
ভরতপুরে তিনটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিক এর হাতে ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ।