Saturday, December 7, 2024
- Advertisement -

নতুন গাড়ি চালা শিখাতে গিয়ে মৃত্যু কানাই রায় বীর নামে এক যুবকের

- Advertisement -

নতুন গাড়ি চালা শিখাতে গিয়ে মৃত্যু কানাই রায় বীর নামে এক যুবকের

কনক অধিকারী ময়নাগুড়ি :- বুধবার, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়, জানা গেছে এদিন, হরেন সরকার, একটি নতুন ট্রাক্টর গাড়ি কিনেছেন,

হরেন সরকারের ছেলে বিজয় সরকার তার বন্ধু কে ডাকে গাড়ি চালা শিখার জন্য, বাড়ি থেকে ট্রাক্টর গাড়িটি নিয়ে আসেন কিন্তু কিছুদূর যাওয়ার পর একটি সুপারি গেছে ধাক্কা মারে, বিজয় সরকার এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পুকুরে গাড়িটি উল্টে যায়, গাড়ির স্টাডিং সিডে বসেছিল বিজয় সরকার বিজয় সরকার গাড়ি থেকে লাভ দিলেও কানাই গাড়ি থেকে বেরোতে পারিনি। এর পর স্থানীয়রা দেখতে পায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য তো চিকিৎসক মৃত্যু বলেই ঘোষণা করে,
এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে ময়নাগুড়ি থানার পুলিশ এসে গাড়ির টিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে ঘটনাস্থলে থেকে।

ঘটনায় সখের ছায়া নেমে পড়ে এলাকা জুড়ে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments