নিজস্ব সংবাদদাতা :-
সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ বা বন মহোৎসব। ১৪ – ২০ শে জুলাই অরণ্য সপ্তাহ পালিত হয়। সেই উপলক্ষে আজ এ দিন নবদ্বীপ শহরের নাস্তিক ভিলা’য় গাছ বিতরণের মধ্য দিয়ে পালন হলো অরণ্য সপ্তাহের।
নাস্তিক ভিলার দু’বছরর ছোট্ট অনীশ সংকল্প মাটিতে গাছ পুঁতে চারাগাছ বিতরণ অনুষ্ঠান শুরু করে। এদিন সকাল থেকেই আকাশমণি, মেহগনি এবং পুত্রনজীবী চারাগাছ এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। পরিবেশ ও দূষণ নিয়ে সচেতনতামূলক পোস্টারও করা হয়। ” জীবন জীবিকা, অরণ্য ও পরিবেশ ধ্বংসকারী দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প বন্ধ করো।/অরণ্যের অধিকার আদিবাসীদের জীবন জীবিকার অধিকার রক্ষা করতে হবে।/ বৃহৎ শিল্পপতিদের স্বার্থে সরকারি সহযোগিতায় অরণ্য ধ্বংস হচ্ছে কেনো ? জবাব চাই, জবাব দাও।/অরণ্য ধ্বংস করে আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না ইত্যাদি।
বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের কর্মী মৌসুমী দেবনাথ বলেন, ” নবদ্বীপবাসীর মধ্যে গাছ বিতরণ এবং পরিবেশ ও সবুজ-রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি পরিবেশ সচেতন ও বনসৃজনে আগ্রহী করে তোলার জন্য আমাদের এই উদ্যোগ। বন ও গাছপালা ধ্বংসের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম ও মানব-সভ্যতা রক্ষার জন্যই আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন তা আমরা আমাদের এলাকাবাসীকে দীর্ঘদিন
থেকেই বুঝানোর চেষ্টা করছি। খাদ্যের উৎস, অর্থনৈতিক উন্নয়ন, চিত্তবিনোদন এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে অন্তত একটি বৃক্ষ চারা রোপণ ও পরিচর্যা বাধ্যতামূলক করতে হবে। সর্বোপরি শিল্পায়ন বিশ্বকে করেছে অনেক উন্নত ও আধুনিক। তাই শিল্পায়নের অগ্রগতি বজায় রেখেই বিশ্ববাসীকে দূষণমুক্ত পরিবেশ গড়তে উদ্বুদ্ধ করতে হবে এবং পরিবেশবাদী সংগঠন ও মিডিয়াগুলোকে এ বিষয়ে জোরালো ভূমিকা পালন করতে হবে।