Friday, December 6, 2024
- Advertisement -

নিমতলা কাঠের গুদামে বিধ্বংসী আগুন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ইঞ্জিন

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা :-

শনিবার সকালে নিমতলার কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬ টি ইঞ্জিন ব্যবহার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শশী পাঁজা এবং ডোমকলমন্ত্রী সুজিত বসু।

ফের শহরে বিধ্বংসী আগুন। শনিবার সকালে নিমতলার মহর্ষি দেবেন্দ্রনাথ রোদে বা কাঠের গুদামে আগুন লাগে। কাঠের গুদামে অনেক দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে প্রায় বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের। সকাল ১০ টা নাগাদ সেখানকার বাসিন্দারা প্রথমে আগুন খেয়াল করেন তারপর দমকল কর্মীদের খবর দেন।আগুন নেভাতে নেভাতে প্রায় ১১:৪৫ মিনিট বেজে যায়। আগুন লাগার খবর পেয়েই সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক শশী পাঁজা এবং রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গিয়েছিলো। এলাকাটি খুব ঘিঞ্জি হওয়ায় আশেপাশের দোকানে আগুন লেগে যাওয়ায় ভয় ছিল এবং সেখানকার বাসিন্দাদের দূরে সরে যাওয়ার জন্য জন্য সতর্ক করা হচ্ছিল জোড়াবাগান থানার পুলিশকে পক্ষ থেকে। প্রথমে আগুন নেভাতে দমকলের ৩টি ইঞ্জিন এসেছিলো পরে আরো ৩টি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছিল।

কিছুদিন আগেই নিউ আলিপুরের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছিলো। প্রবল তাপে গুদামের দেয়াল ফেটে গিয়েছিল। রাসায়নিকে ভরপুর থাকে গুদামে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না দমকলকর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments