প্রতিবেদন, চয়ন দাস :- নিম্ন চাপের জেরে বৃষ্টির সম্ভাবনাকে সামনে রেখে কৃষি দফতরের সতর্কতা জারি হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উপদেশ কৃষি দফতরের। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে প্রভাবিত হতে পারে এমন জেলা গুলোর জেলা শাসকদের উপদেশ পত্র পাঠানো হয়েছে, তা জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম এই জেলা গুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলু চাষীদের আলু রোপণের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রমশ অগ্রসরের পথে ঘূর্নিঝড়। চিহ্নিত জেলা গুলোর চাষীদের কথা মাথায় রেখে “অ্যাডভাইজারি” জারি করেছে নবান্ন। নিম্নচাপের
পাকা ধান অতিসত্বর কেটে নিতে হবে,আলু রোপণের প্রক্রিয়া প্রায় এক সপ্তাহ বন্ধ রাখতে হবে, তৈলবীজ ও আলুর ক্ষেতে জলনিকাশি বেবস্থা উন্নত রাখতে হবে। ইতিমধ্যে নবান্নে এক “ভিডিও কনফারেন্স” এর মাধ্যমে বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী, কৃষি দফতরের সচিব- জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। জেলা শাসক ও আধিকারিকদের সতর্ক থাকতে বলেছে নবান্ন।
নিম্নচাপের জেরে চিন্তামগ্ন কৃষি দফতর, প্রভাবিত হতে পারে এমন জেলা গুলোতে কৃষি দফতরের পক্ষ থেকে সতর্কতা
অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিলো DGSEI সংস্থা
দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা
More News- কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা
টিভি 20 বাংলা ডেস্ক :- দিনের পর দিন কোভিড সংক্রমনের হার বেড়েই চলেছে, ভারত সহ গোটা বিশ্বে । তবুও হুশ ফিরছে না মানুষের । ভিড় জমাতে থাকছে বাজার রাস্তা ঘাটে। নেই মাস্ক । আর এই বিপন্ন মারণ ভাইরাস রোগ এক বিবর্ণ রূপ ধারণ করে ভয়াবহ এক ব্যাসের পরিধির মধ্যে বিশ্বের মানবজাতিকে আটকে রেখেছে। আর কোভিডের বৃদ্ধি কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও বাজার কমিটির সাথে বৈঠকের মধ্যদিয়ে কোভিড সংক্রান্ত আলোচনা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা । সকাল ৬ টা থেকে ১০ টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার, দোকানপাট। Continue Reading